নতুন বছরের শুরুতেই ডেঙ্গুতে একজনের মৃত্যু
নতুন বছরের শুরুতেই ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়।
এছাড়া নতুন করে ৫৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, মৃত ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নতুন বছরের প্রথম চার দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ২২১ জন।
নতুন ভর্তি রোগীর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৩, ঢাকা বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ১, চট্টগ্রাম বিভাগে ১৩, খুলনা বিভাগে ২ এবং বরিশাল বিভাগে ৯ জন রয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৪৩৬ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ২১০ ও ঢাকার বাইরে ২২৬ জন।
দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন।
এমএসএ