কারওয়ান বাজারের শীর্ষ চাঁদাবাজ-সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার
রাজধানীর কারওয়ান বাজার এলাকার তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদকে (৩৫) গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে কারওয়ান বাজারের স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদ রাজধানীর কারওয়ান বাজার এলাকার পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তিনি তেজগাঁও ও আশপাশের এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করতেন। আজ শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানার একটি টিম।
উল্লেখ্য, গ্রেপ্তার রাসেল জমাদ্দারের নামে তেজগাঁও থানায় চাঁদাবাজিসহ বিস্ফোরক দ্রব্য আইনে মোট চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেইউ/এমজেইউ