ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, জরিমানা আড়াই লাখ
নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ফতুল্লার ভূইগড় এলাকার আনিকা ওয়াশিং প্ল্যান্টের একটি ৩০০ কেজি বয়লার, চারটি ড্রায়ার, রাকি স্পেশাল চানাচুর ফ্যাক্টরির বার বার্ণার, স্টার বার্ণার, এন এস ওয়াশিং প্ল্যান্টের চারটি ড্রায়ার, সূচি প্রিমিয়াম বেকারীর চারটি ওভেন, একটি টানেল ও একটি স্টার বার্ণারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে।
চারটি স্পটে মোট ৬ হাজার ৪৪৫ ঘনফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ওএফএ/এমজে