সংসার খরচ আরও বাড়বে
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হবে। এত দিন শীতাতপনিয়ন্ত্রিত বা এসি রেস্তোরাঁয় খাবারের বিলের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট নেওয়া হতো। সেটি বাড়িয়ে ১৫ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
বাড়ছে ভ্যাট: রেস্তোরাঁয় খেতে, পোশাক কিনতে, মিষ্টিমুখ করতেও গুনতে হবে বাড়তি টাকা
এ জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনা হয়েছে। এসব সংশোধনীসহ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধনী) অধ্যাদেশ–২০২৫–এর খসড়া সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে গতকাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ–সংক্রান্ত সংশোধিত খসড়া অধ্যাদেশের অনুমোদনের বিষয়টি বৈঠক শেষে জানানো হলেও ভ্যাটের বিষয়ে কী কী পরিবর্তন আনা হচ্ছে, তা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর সূত্রে কিছু পরিবর্তনের বিষয়ে জানা গেছে।
মানবজমিন
মোজাম্বিকে নিরাপত্তাহীনতায় ৫০০০ বাংলাদেশি
রাজনৈতিক দাবানলে পুড়ে ছারখার পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক। অভ্যন্তরীণ রাজনৈতিক দাঙ্গা থেকে প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে দেশটির লাখ লাখ নাগরিক। চরম বিপাকে ভিনদেশিরা। ঢাকায় প্রাপ্ত রিপোর্ট বলছে, দেশটিতে বৈধ-অবৈধ মিলে ৮ থেকে ১০ হাজার বাংলাদেশির বাস। যার মধ্যে অন্তত ৫ হাজার চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। ওই প্রবাসীদের বেশির ভাগই ব্যবসার সঙ্গে যুক্ত। গত ১০ দিনে প্রবাসী বাংলাদেশিদের কয়েক শ’ ব্যবসা প্রতিষ্ঠান, গ্রোসারি শপ এবং বাসাবাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে দুষ্কৃতকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করছে দেশটিতে থাকা বাংলাদেশের অনারারি কনস্যুলেটের দপ্তর। মোজাম্বিকের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্তুগালের বাংলাদেশ মিশন। কিন্তু বিদ্যমান সংকট অর্থাৎ বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি দেখভালে সেগুনবাগিচা বিশেষ দায়িত্ব দিয়েছে প্রিটোরিয়ার বাংলাদেশ মিশনকে। সরকারের দায়িত্বশীলরা মানবজমিনকে গতকাল এটা নিশ্চিত করেছেন যে, নিরাপত্তাহীনতায় থাকা বাংলাদেশিদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। দেশটিতে বাংলাদেশের মিশন না থাকায় অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। পার্শ্ববর্তী কোনো দেশ হয়ে বাংলাদেশিদের ফেরানো হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে।
আজকের পত্রিকা
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ ভেরিফিকেশন ও গোয়েন্দা সংস্থার যাচাইয়ের পর রাজনৈতিক কারণে সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরও নিয়োগ আটকে দেওয়া হয়েছে অনেক চাকরিপ্রার্থীর। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসনের পতনের পর গঠিত সংস্কার কমিশন পুলিশ ভেরিফিকেশনের এই নিয়ম বাতিলের সুপারিশের কথা ভাবছে। কিন্তু অন্তর্বর্তী সরকার এখনো সেই আগের পথেই হাঁটছে। সরকারি চাকরির নিয়োগে দলীয় সরকারের থেকেও কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। বারবার যাচাইয়ে এই চক্করে ৪৩তম বিসিএসে নিয়োগবঞ্চিত হয়েছেন ২৩০ জন।
প্রথম আলো
৪১ কোটি পাঠ্যবইয়ের মধ্যে গেছে ৬ কোটি
সেগুনবাগিচার এই বিদ্যালয়ের ভেতরে এক পাশে রমনা থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়। সেখানে গিয়ে জানা গেল, এই থানা কার্যালয়ের অধীন মাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে বই দেওয়া হচ্ছে। তাঁদের মোট পাঠ্যবইয়ের চাহিদা ৪ লাখ ৫৬ হাজার ৪৬৪টি। কিন্তু গতকাল পর্যন্ত পেয়েছেন অষ্টম শ্রেণির জন্য ২২ হাজার ৭৭০টি এবং দশম শ্রেণির জন্য ২২ হাজার ৫৫৪টি। বাকি কোনো শ্রেণির বই গতকাল পর্যন্ত পাওয়া যায়নি।
যুগান্তর
নতুন বছরে সংসার খরচ আরও বাড়বে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে ৬৫ পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। এ তালিকায় আছে-জীবন রক্ষাকারী ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো কেচাপ/সস, সিগারেট, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান, ডিটারজেন্ট পাউডার, মিষ্টি, চপ্পল (স্যান্ডেল), বিমান টিকিট। এসব পণ্য ও সেবার দাম বাড়বে, যা মূল্যস্ফীতিকে উসকে দিয়ে সাধারণ মানুষের কষ্ট বাড়াবে। এমনকি মোবাইলে কথা বলা, ইন্টারনেট ব্যবহার এবং হোটেল-রেস্তোরাঁয় খাবার খরচ বাড়বে। খবর সংশ্লিষ্ট সূত্রের। আরও জানা গেছে, ঋণ দিতে আইএমএফ বাংলাদেশকে কর-জিডিপির অনুপাত দশমিক ২ শতাংশ বাড়ানোর শর্ত দিয়েছে, টাকার অঙ্কে যা ১২ হাজার কোটি টাকার বেশি। এই ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রার (৪ লাখ ৮০ হাজার কোটি টাকা) সঙ্গে যোগ হবে। বাজেট প্রণয়নের সময় এনবিআরকে রাজস্ব লক্ষ্যমাত্রা ঠিক করে দেয় অর্থ মন্ত্রণালয়। এই লক্ষ্যমাত্রা বাস্তবভিত্তিক নয় বলে এনবিআর থেকে একাধিকবার জানানো হয়েছে। তার ওপর আইএমএফ আরও ১২ হাজার কোটি টাকা আদায়ের বোঝা চাপিয়ে দিয়েছে। এ অবস্থায় ভ্যাট হার বাড়ানোর বিকল্প ছিল না।
আরও পড়ুন
দেশ রূপান্তর
বিদ্যুৎ জ্বালানির বাহবা প্রকল্প
গ্যাসসংকট জেনেও নতুন নতুন গ্যাস পাইপলাইন নির্মাণ করা হয়েছে, একাধিক গ্যাসবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এসব প্রকল্প এখন গলার কাঁটা। ঋণের টাকায় নির্মিত গ্যাস পাইপলাইনগুলো পড়ে আছে মাটির নিচে, যার ঘানি টানছে বর্তমান সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। নতুন সাতটি গ্যাসবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন করছে না অথচ ক্যাপাসিটি চার্জ বাবদ সরকারের বিপুল অর্থ গচ্চা যাবে।
যুগান্তর
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। শুধু চলতি বছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসেই খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা। সব মিলে ৯ মাসে বেড়েছে ১ লাখ ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন মোট খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। এরপর থেকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলছে। গত ১৫ বছরে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ ৬২ হাজার ৪৯৬ কোটি টাকা। অর্থনীতিবিদরা অনেক দিন ধরেই অভিযোগ করছেন, তৎকালীন সরকারের ছত্রছায়ায় ব্যাংক থেকে বিপুল অর্থ লুটপাট হয়েছে, যার বড় অংশই পাচার হয়েছে বিদেশে।
কালের কণ্ঠ
জাতীয় নির্বাচন কবে ধোঁয়াশা থাকছেই
জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে একটি সম্ভাব্য ধারণা দিলেও দিনক্ষণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অন্তর্বর্তী সরকার। ফলে নির্বাচন চলতি ২০২৫ সালেই না কি আরো দেরি হবে তা কারো কাছেই স্পষ্ট নয়।
খ্রিস্টীয় বছরের শুরুতেও নির্বাচন কবে হবে—সেটাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। নতুন বছরের শুরুতে নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে বলে আশাবাদী রাজনৈতিক দলগুলো।
সমকাল
সূত্র জানায়, ২০১৯ সালে সরকারি চাকরিতে প্রবেশ এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়নে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে সরকার। পরীক্ষাটি রাজধানীর ছয়টি সরকারি এবং জেলা সদর হাসপাতালে করার সুযোগ ছিল। তবে সবচেয়ে বেশি টেস্ট হয়েছে এনআইএলএমআরসিতে। তাদের বছরে দুই লাখ ডোপ টেস্ট কিট দরকার। এ সুযোগ কাজে লাগিয়ে ২০২১, ২০২২ ও ২০২৩ তিন বছরে একাধিকবার দরপত্রে উল্লেখ করা তথ্যের চেয়ে ১০ থেকে ১৩ গুণ কিট কিনেছে এনআইএলএমআরসি। এ জন্য আলাদা দরপত্র আহ্বান না করে অন্যটির প্যাকেজ হিসেবে বেশি দামে কিনেছে। সেখানে পছন্দের দরদাতাকে কাজ দিতে বিশেষ শর্ত যুক্ত করা হয়। ফলে অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দেওয়ার সুযোগই পায়নি।
কালবেলা
হাবিবের ‘বুদ্ধিতে’ ডুবছে আইসিবি
সরকারি বিভিন্ন ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৯ হাজার ৬৭৭ কোটি টাকা ঋণের ভারে জর্জরিত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এর মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগ করে বড় ধরনের লোকসানের মুখে পড়া প্রতিষ্ঠানটির জন্য যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে। ২০১৬ সালে ঋণের টাকায় উচ্চ দরে ‘পচা শেয়ার’ কিনে প্রতিষ্ঠানটি এখন প্রায় ১৩শ কোটি টাকা লোকসান গোনার পথে।
আইসিবি সংশ্লিষ্টরা বলছেন, ২০১৬ সালে তুলনামূলক বেশি দামে ‘পচা শেয়ার’ কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রতিষ্ঠানটির তৎকালীন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. হাবিবুর রহমানের। হাবিবের বুদ্ধিতেই তখন খুঁজে খুঁজে সবচেয়ে দুর্বল প্রতিষ্ঠানগুলোর শেয়ার বেশি দাম দিয়ে কেনা হয়েছিল। এর পর থেকে এসব শেয়ারের বেশিরভাগ আর কখনোই লাভে ফেরেনি। ফলে ঋণের টাকায় কেনা শেয়ারগুলো এখন বিক্রিও করতে পারছে না প্রতিষ্ঠানটি, কারণ প্রায় ২ হাজার কোটি টাকায় কেনা শেয়ারের বাজারমূল্য দুই-তৃতীয়াংশই কমে গেছে।
যুগান্তর
এক বছরে টাকার মান কমেছে ১২.৭২%
বৈশ্বিক মন্দার প্রভাবে গত টানা ৩ বছর ধরেই দেশে ডলারের সংকট চলছে। এ কারণে ডলারের দাম বেড়েছে, এর বিপরীতে কমেছে টাকার মান। গত ১ বছরে ডলারের দাম বেড়েছে ১৪ টাকা। সদ্য বিদায়ি বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারির প্রথম দিনে ডলারের দাম ছিল ১১০ টাকা। বছরের শেষ দিনে মঙ্গলবার এর দাম বেড়ে দাঁড়িয়েছে ১২৪ টাকায়। এ হিসাবে টাকার মান কমেছে ১২ দশমিক ৭২ শতাংশ। এর মধ্যে বছরের প্রথম ৭ মাস ৫ দিনে ডলারের দাম বেড়েছে ৮ টাকা বা ৭ দশমিক ৬৪ শতাংশ। ৫ আগস্টের পর থেকে মঙ্গলবার বছরের শেষ দিন পর্যন্ত ডলারের দাম বেড়েছে ৬ টাকা অর্থাৎ ৫ দশমিক ০৮ শতাংশ। সরকার পতনের পর ডলার সংকট কিছুটা কমলেও বছরের শেষ দিকে সংকট আবার বেড়ে যায়।
কালের কণ্ঠ
ড্রাইভিং লাইসেন্সের জট খুলছে না
সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে আবেদন করা প্রায় পাঁচ লাখ ড্রাইভিং লাইসেন্স আটকা পড়ে আছে। বিআরটিএ সূত্রে এ তথ্য জানা গেছে। এতে লাইসেন্সপ্রত্যাশীদের ভোগান্তি বাড়ছে। সূত্রের তথ্য অনুযায়ী, চাহিদার তুলনায় লাইসেন্সের ছাপা কার্ড সরবরাহ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান।
সমকাল
সিএনজিচালিত অটোরিকশা চলবে মিটারে
সিএনজিচালিত অটোরিকশার মিটারে চলাচল নিশ্চিত করা হবে। এ জন্য দুয়েক মাস সময় চেয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীন। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর মিরপুর ঢাকা মেট্রো-১ সার্কেলে বিআরটিএর সেবা সহজীকরণ-সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
কালবেলা
বাজার ঘুরে জানা যায়, বিভিন্ন কোম্পানির শিশুখাদ্য বাজারে আছে। এর মধ্যে বহুজাতিক কোম্পানি নেসলের পণ্য যেমন আছে, তেমনি আছে নিউট্রিসিয়াসহ অন্যান্য কোম্পানির শিশুখাদ্যও। শিশুখাদ্যের বাজারে নেসলের বহুল প্রচলিত পণ্য নিডো গুঁড়ো দুধ। ৩৫০ গ্রাম ওজনের নিডোর প্যাকেটের দাম আগে ছিল ৪৫০ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৪৮০ টাকা। শিশুখাদ্যের আরও দুটি পরিচিত ব্র্যান্ড হলো বেবিকেয়ার ও বেবিল্যাক। দুটি পণ্যেরই দাম কিছুটা বেড়েছে। ৭৫০ টাকার বেবিকেয়ার (১, ২ ও ৩) দুধ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে বেবিল্যাক ১, ২ ও ৩ দুধের দাম ৭৫০ টাকা থেকে বেড়ে ৮০০ টাকা হয়েছে। অন্যদিকে আবুল খায়ের গ্রুপের সরবরাহ করা দুধ মাদার স্মাইল প্রাইমা ১ ও ২ দুধের দাম ৭০০ টাকা থেকে বেড়ে ৮০০ টাকা, ৫৫০ টাকার প্রাইমা ৬০০ টাকা এবং ৪০০ টাকার গ্রোআপ ৫০০ টাকা করা হয়েছে।
এছাড়া ছয়শ কোটির সন্দেহজনক লেনদেন করেন আনিসুল হক; রাজস্ব বাড়াতে নতুন ভ্যাটের বোঝা; পররাষ্ট্র উপদেষ্টা / হাসিনাকে না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না; সরকারের ওপর চাপ বাড়ালেও দ্বন্দ্বে যাবে না বিএনপি; তারেক রহমান / যাদের উদ্দেশ্য ভিন্ন, নির্বাচন নিয়ে তারাই বিভ্রান্তি ছড়ায়; জালিয়াতি করে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন ৫ আসামি; আরাকান আর্মির দখলে রাখাইনের আরেক শহর —সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।