শ্রমিক লীগ নেতাকে ছেড়ে দেওয়া ডিবির সেই ডিসির বদলি
চট্টগ্রামের শ্রমিক লীগ নেতা হামিদুর রহমানকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় আলোচিত উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ আলী হোসেনকে বদলি করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদের স্বাক্ষর করা এক আদেশে তাকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়।
মুহাম্মদ আলী হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম জোনের দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন
জানা যায়, গত ১৭ ডিসেম্বর দুপুরে আগ্রাবাদে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড কার্যালয় থেকে হামিদুরকে আটক করে ডিবি বন্দর ও পশ্চিম জোনের স্পেশাল টিম। কাগজে-কলমে তিনি জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক। বৈষম্যবিরোধী আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলার অন্যতম আসামি হামিদুর।
এদিকে হামিদুরকে আটকের পরপর যুব দলের কয়েকজন নেতা তার বিস্তারিত পরিচয় ডিবিতে উপস্থাপন করেন। এতে উল্লেখ করা হয় হামিদুর রহমান চট্টগ্রাম আইন কলেজে পড়াকালীন সময়ে ছাত্রদলের লোক ছিলেন। নগর যুব দলের কয়েকজন নেতা তাকে ছাড়ানোর যাবতীয় ব্যবস্থা করেন। একপর্যায়ে এজাহারভুক্ত মামলার আসামি হামিদুরকে আদালতে সোপর্দ না করে ছেড়ে দেওয়া হয়।
আইন ভেঙে হামিদুরকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে গত ২৭ ডিসেম্বর কার নির্দেশে ডিবি থেকে ছাড়া পেলেন হামিদুর? শিরোনামে ঢাকা পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পুলিশ সদরদপ্তর এবং সিএমপিতে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়।
এমআর/এআইএস