বছরের শুরুতে ক্ষমতার দ্বন্দ্ব, শেষে অস্তিত্ব শূন্য আওয়ামী লীগ
২০২৪ সাল। বছরের শুরুতে ক্ষমতা দখল নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরে ছিল কোন্দল। এই কোন্দল রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এরপর কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন, শিবির ক্যাডার সাজ্জাদ বাহিনীর একের পর এক খুন, ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ সোমালিয়ান জলদস্যুর কবলে পড়া, সোনা চোরাচালান উদ্ধারের পর হাজার কোটি টাকার বিমান জব্দ, বিএসসি মালিকানাধীন দুই জাহাজে অগ্নিকাণ্ড, একাধিক চাঞ্চল্যকর হত্যা ও পুলিশ হেফাজতে থাকা ফ্রিল্যান্সারের কোটি টাকা খোয়া যাওয়ার ঘটনায় ডিবির সম্পৃক্ততা— বছরজুড়ে চট্টগ্রামের এসব ঘটনা ছিল টক অব দ্যা কান্ট্রি।
আওয়ামী লীগ সরকারের পতন
আওয়ামী লীগের অভ্যন্তরীণ ক্ষমতা দখলের লড়াই দিয়ে ২০২৪ সাল শুরু হয়। ৭ জানুয়ারি প্রধান বিরোধী দলবিহীন নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগই। চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া, বাঁশখালী, মীরসরাই, ফটিকছড়ি ও নগরীর বন্দর-পতেঙ্গা আসনে ছিল আওয়ামী লীগের একাধিক প্রার্থী। এর মধ্যে মীরসরাই, পটিয়া, লোহাগাড়া-সাতকানিয়া আওয়ামী লীগের প্রার্থীর অনুসারীরা সংঘর্ষে জড়ায়।
৭ জানুয়ারি নির্বাচনের পর চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় স্থান করে নেন ড. হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ওয়াসিকা আয়সা খান। যদিও সরকার গঠনের মাত্র ৮ মাসের মাথায় ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর গা ঢাকা দিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর মধ্যে অনেকেই দেশ ছেড়েছেন। বছরের শুরুতে ‘দোর্দণ্ড প্রতাপশালী’ আওয়ামী লীগ বছর শেষ না হওয়ার আগেই অস্তিত্ব শূন্য হয়ে পড়েছে।
আরও পড়ুন
বাংলাদেশি জাহাজসহ ২৩ নাবিক সোমালিয়ান দস্যুর কবলে
গত ১২ মার্চ দুপুরে চট্টগ্রামভিত্তিক শিল্প গ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা। সেখানে থাকা ২৩ নাবিককে জিম্মি করে তারা। নাবিকদের ১১ জন ছিলেন চট্টগ্রামের।
জাহাজটি ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে যাত্রা শুরু করে। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছার কথা ছিল। জিম্মির এ ঘটনাটি বিশ্বব্যাপী ব্যাপক আলোচিত হয়। এরপর ১৩ এপ্রিল বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা ৮ মিনিটের দিকে এমভি আবদুল্লাহ থেকে দস্যুরা নেমে যায়। এর আগে একই দিন বিকেলে দস্যুরা তাদের দাবি অনুযায়ী মুক্তিপণ বুঝে নেয়। একটি বিশেষ উড়োজাহাজে মুক্তিপণ বাবদ ৩ ব্যাগ ডলার এমভি আবদুল্লাহর পাশের সাগরে ছুড়ে ফেলা হয়। স্পিড বোট দিয়ে দস্যুরা ব্যাগ তিনটি কুড়িয়ে নেয়। দস্যুমুক্ত হয়ে ১৩ এপ্রিল দিবাগত রাতে সোমালিয়ার উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় এমভি আবদুল্লাহ।
২১ এপ্রিল এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াহ পৌঁছে। সেখানে কার্গো খালাস করে জাহাজটি একই দেশের মিনা সাকার থেকে কার্গো লোড করে কুতুবদিয়া চ্যানেলে পৌঁছে ১৩ মে। পরদিন চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে পৌঁছে তারা। ওই সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নাবিকদের বরণ করে নেন।
ওয়াসিমসহ তিনজনের মৃত্যুতে উত্তাল রূপ নেয় চট্টলা
কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সক্রিয় কর্মসূচি ছিল চট্টগ্রামে। প্রথমে শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকলেও দৃশ্যপট বদলায় ১৫ জুলাই থেকে। ওই দিন নগরীর ষোলশহরে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। দুই পক্ষের পাথর নিক্ষেপে সাংবাদিক-পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। সেদিন আলোচিত ছাত্রদল নেতা ওয়াসিম আকরামকে সম্মুখ সারিতে দেখা যায়।
পরদিন ১৬ জুলাই বিকেলে ষোলশহরে কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু দুপুর থেকে ষোলশহর দখলে নেয় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। মুরাদপুর এলাকায় অবস্থান নেয় ছাত্ররা আর ষোলশহরে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই দিন যুবলীগ-ছাত্রলীগের অস্ত্রধারীদের গুলিতে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ তিনজনের মৃত্যু হয়। অন্যরা হলেন- ফয়সাল আহমেদ শান্ত ও ফারুক। এর মধ্যে ফয়সাল আহমেদ শান্ত নগরের এমইএস কলেজের ছাত্র। পথচারী ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন।
এরপর ১৮ জুলাই বিক্ষোভে ফুঁসে ওঠে পুরো চট্টগ্রাম। ওই দিন নগরীর বহদ্দারহাটে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া গুলিবিদ্ধ হন। পাঁচদিন পর ২৩ জুলাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সরকারের দমন-পীড়নে এ আন্দোলন আরও ছড়িয়ে পড়ে। পরে ৩ আগস্ট ছাত্র-জনতা নগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান নেয়। পরদিন একই এলাকায় আওয়ামী লীগও সমাবেশের ডাক দেয়। ওই দিন সকাল থেকেই দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ।
দিনদুপুরে একের পর এক খুন, নেপথ্যে ক্যাডার সাজ্জাদ
২১ অক্টোবর চট্টগ্রাম নগরে দিনদুপুরে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম আফতাব উদ্দিন তাহসিন (২৬)। ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে নগরের চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পরিবার বলছে, সন্ত্রাসী সাজ্জাদ হোসেন তার সহযোগীদের নিয়ে মাইক্রোবাসে এসে গুলি করে চলে যান। আশপাশে লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেননি। নিহত আফতাব ইট ও বালুর ব্যবসা করতেন।
২৯ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন–কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮) নামে দুজনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরেই এ খুন হয়। চাঞ্চল্যকর এই ডাবল মার্ডারের ঘটনার দুই মামলায় সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদ ও তার সহযোগীদের আসামি করা হয়। বুড়ির নাতি সাজ্জাদ চট্টগ্রামের আলোচিত এইট মার্ডার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শিবির ক্যাডার সাজ্জাদের অনুসারী। বুড়ির নাতি সাজ্জাদ ছোট সাজ্জাদ নামেও পরিচিত।
১৮ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার কালারপুল এলাকায় শটগান হাতে সাজ্জাদ হোসেনসহ আরও দুজন গুলি করতে করতে একটি নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। এরপর ওই ভবন মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।
৫ জুলাই বায়েজিদ থানার বুলিয়াপাড়া এলাকায় একটি বাসায় সহযোগীদের সঙ্গে নিয়ে গুলি করেন সাজ্জাদ। সর্বশেষ ৪ ডিসেম্বর পুলিশের অভিযান টের পেয়ে গুলি ছুড়ে পালিয়ে যান চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। ওই দিন রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় সাজ্জাদকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। সাজ্জাদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন দুজন।
যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলটের মৃত্যু
৯ মে সকাল ১০টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় পতিত হয়। এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায়। সেসময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান দুই পাইলট। এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন।
এ দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটের মধ্যে অসীম জাওয়াদ (৩২) নামে একজন মারা গেছেন। তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন। একই দুর্ঘটনায় আহত হন পাইলট সোহান। তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন।
বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলের পাশেই সার্জেন্ট জহুরুল হক বিমান ঘাঁটির অবস্থান। দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকে উড়াল দেয়। উড্ডয়নের কিছুক্ষণ পরে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়।
সোনা চোরাচালান : হাজার কোটি টাকার বিমান জব্দ
চোরাচালানের সোনা বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে। ২৬ ডিসেম্বর সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে দুই কেজি ৩২০ গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয়। এরপরই বিকেলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটি জব্দ করেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ জব্দের ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছেন কর্মকর্তারা। এক দশক আগে ঢাকায় চোরাচালানের সোনা বহন করায় দুটি উড়োজাহাজ জব্দ করার নজির রয়েছে।
দেশের একমাত্র মেয়র চট্টগ্রামের ডা. শাহাদাত হোসেন
আওয়ামী লীগ সরকার পতনের পর ১৯ আগস্ট দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়। তবে গত ১ অক্টোবর চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে রায় দেন আদালত। শাহাদাতের করা মামলায় এই ঘোষণা দেন আদালত।
রায় ঘোষণার সাতদিন পর ৮ অক্টোবর শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট সংশোধনী বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন (ইসি)। তবে মেয়র হিসেবে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করার সুযোগ পাবেন না শাহাদাত হোসেন। তিনি সর্বোচ্চ ১৪ মাস দায়িত্ব পালন করতে পারবেন।
ফ্রিল্যান্সারের ৩ কোটি টাকা হাতিয়ে নিল ডিবি পুলিশ
গত ২৬ ফেব্রুয়ারি রাতে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় এক ফ্রিল্যান্সারের কাছ থেকে তিন কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। এই ঘটনার ডিবির সম্পৃক্ততার কথা নিশ্চিত করল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন সদস্যের তদন্ত কমিটি।
সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে বলা হয়েছে, সেই ডিবি টিমের হেফাজতে থাকার সময় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সিএমপির তৎকালীন কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, তদন্তে অভিযোগের ঘটনায় ডিবি সদস্যদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ঘটনায় যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, আমরা কঠোর ব্যবস্থা নেব।
ওই ঘটনায় ছয় পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। বরখাস্তরা হলেন- সিএমপি গোয়েন্দা বিভাগের উত্তর জোনের এসআই আলমগীর হোসেন, এএসআই বাবুল মিয়া, মো. শাহ পরাণ জান্নাত, মঈনুল হোসেন, কনস্টেবল জাহিদুর রহমান ও আব্দুর রহমান। এ ছাড়া পরিদর্শক রুহুল আমিনের কাছে ওই ঘটনার ব্যাখ্যা তলব করা হয়।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দুটি জাহাজে অগ্নিকাণ্ড
পাঁচ দিনের ব্যবধানে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) দুটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজনের মৃত্যু হয়েছে।
৪ অক্টোবর দিবাগত রাত একটার দিকে বাংলার সৌরভ নামে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্ণফুলী চ্যানেল থেকে দেড় কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের আলফা অ্যাঙ্গারেজে এ ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়।
এর আগে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা ৫৫ মিনিটে বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের সময় বিএসসি মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলার জ্যোতির সামনের অংশে বিস্ফোরণের পর আগুন লাগে। ওই ঘটনায় তিনজন নিহত হন।
অগ্নিকাণ্ডের ঘটনা দুটিকে সংশ্লিষ্টরা নাশকতা বলে দাবি করেন। তবে বিএসসির করা তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এটা কোনো নাশকতা নয়। নাবিক ও বিএসসির দায়িত্বরত ব্যক্তিদের অদক্ষতা, অসতর্কতা ও অবহেলার কারণে জাহাজে আগুন ধরেছে।
দুই ছেলের হাতে পিতা খুন
১১ সেপ্টেম্বর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নুরুল হক চৌধুরী (৬৫) নামে এক ব্যক্তিকে তার স্ত্রীর সহযোগিতায় কুপিয়ে হত্যা করেছে তারই দুই পুত্র। কয়েক দিন আগে তারা প্রবাস থেকে দেশে আসেন। পিতাকে খুন করার পর ওই দিন রাতেই প্রবাসে পালিয়ে যাওয়ার সময় ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে দুই পুত্র এবং নিহতের স্ত্রীকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুই পুত্র হলেন- শেখ নিজাম উদ্দিন ও মিজানুর রহমান। তাদের মধ্যে মিজানকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে এবং নিজামকে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়। অন্যদিকে ঘটনার পরপরই তাদের মাকে আটক করা হয়েছিল।
নিহত নুরুল হক উপজেলার শাহ মিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুই পুত্র প্রবাস থেকে ৬ ও ৭ সেপ্টেম্বর দেশে আসেন। পরে সম্পত্তি নিয়ে পিতার সঙ্গে দুই পুত্র ও তাদের মায়ের বিবাদ হয়। একপর্যায়ে তারা নুরুল হককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
নেশার টাকা দিতে না পারায় ছেলের হাতে মা খুন
৪ জুন নেশা করার জন্য টাকা চেয়ে না পাওয়ায় নগরীর পাহাড়তলীতে ছেলে ওমর ফারুকের হাতে মা রিনা আক্তার খুন হন। পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘির উত্তরপাড় এলাকায় ভাড়া বাসায় এ খুন হয়। ফারুক কুমিল্লার বুড়িচং থানার মনিপুর তাতবাড়ির আক্তার হোসেনের ছেলে।
জানা যায়, রাতে ফারুক নেশা করার জন্য টাকা দাবি করে তার মা রিনার কাছে। টাকা দিতে অপারগতা জানালে ফারুক তার মাকে বঁটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন নৃশংসতায় হতবাক এলাকাবাসী।
রিনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন পাহাড়তলী থানার এসআই ইমাম হোসন। তিনি জানান, রিনার শরীরে ৪৬টি কোপের আঘাত পাওয়া গেছে। মাথা ও কোমরের নিচ পর্যন্ত সবখানেই আঘাতের চিহ্ন রয়েছে।
মা-মেয়েকে রগ কেটে খুন
২৫ মার্চ চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকায় সায়মা ও তার মা রিজিয়া খাতুব (৫০) খুনের শিকার হন।
পরিবারের অভিযোগ, রায়হান নামের এক যুবক সায়মাকে উত্ত্যক্ত করতেন। এতে বাধা দেওয়ায় আক্রোশ থেকে মা-মেয়েকে খুন করা হয়েছে। তবে পুলিশ এ হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ঘাটন করতে পারেনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, মা-মেয়ে দুজনের পায়ের রগ কাটা। তাদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাচে বাধা দেওয়ায় মেয়ের হাতে মা খুন
গত ২০ মে নগরীর পাহাড়তলীতে নাচে বাধা দেওয়ায় আনোয়ারা বেগম নামে এক নারীকে খুন করে তারই পালিত মেয়ে। ১৭ বছর বয়সী সেই কিশোরী স্থানীয় একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার মঈনুর রহমান জানান, কিশোরী খুন হওয়া নারীর দত্তক নেওয়া মেয়ে। ২০ মে কোচিং শেষে বাসায় ফেরা পর নাচের অনুশীলন শুরু করে কিশোরী মেয়ে। এ নিয়ে মা-মায়ের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে মাকে কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করে মেয়ে।
আরএমএন/এমজে