হিমেল হাওয়ায় বাড়ছে শীত, শৈত্যপ্রবাহ না হলেও কম থাকবে তাপমাত্রা
দেশজুড়ে জেঁকে বসেছে পৌষের শীত। বইছে হিমেল বাতাস। একইসঙ্গে দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণ পর্যন্ত কুয়াশার কারণে দিনভর দেখা নেই সূর্যের। এমন অবস্থা ঠান্ডা অনুভূতি গত কয়েকদিনের তুলনায় বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন এমন অবস্থা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে শৈত্যপ্রবাহ না থাকলেও অনুভূত তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজকের পরিবেশ আগামী দুই দিন বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। সারা দেশে ঙে ঘন কুয়াশা পড়ছে সেটি কাটতেও সময় লাগবে। এছাড়া দেশজুড়ে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। তবে অনুভূত তাপমাত্রা কম থাকবে।
তিনি আরও বলেন, পৌষ মাস বাংলাদেশের শীতকালীন মাস হিসেবে পরিচিত। এ সময়ে হিমেল বাতাস বা ঠান্ডা বাতাস অনুভূত হয়, যার জন্য কয়েকটি ভৌগোলিক এবং আবহাওয়াগত কারণ রয়েছে। এসময় উত্তর-পশ্চিমাঞ্চলীয় ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। এই ঠান্ডা বাতাস হিমালয় অঞ্চল এবং উত্তর পশ্চিম এশিয়া থেকে আসে। যা শীতকালে তীব্র শীতের কারণ হয়। যখন এই বাতাস বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন এগুলোর তাপমাত্রা অনেক কম থাকে, ফলে ঠান্ডা অনুভূত হয়। একই সঙ্গে আর্দ্রতা ও বৃষ্টিপাতের অভাব এবং জলীয় বাষ্পের কমে যাওয়ার ফলেও হিমেল বাতাসের অনুভূতি সৃষ্টি করে।
ঘন কুয়াশার কারণে যার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে বলেও ইতোমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক করা হয়েছে।
এছাড়া আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের পাঁচ বিভাগের তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
সংস্থাটি জানায়, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাজশাহী বিভাগে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এর বাইরে দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে।
আরএইচটি/এমএন