জাতীয় মহাসড়কে সবচেয়ে ধীরগতি ঢাকা-গাজীপুরে
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
ঘটনাবহুল ২০২৪ সালের শেষ বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো ছাত্র-জনতার সম্মিলন ঘটেছিল। বিপুল এ সমাগমে মুহুর্মুহু স্লোগান ওঠে। শহীদ মিনার এলাকা কখনো উত্তাল হয় ‘এই মুহূর্তে দরকার, বিচার আর সংস্কার’ এমন স্লোগানে। কখনো স্লোগান ওঠে ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
নির্বাচনের আগে বিচার ও সংস্কার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একটি আহ্বান বা কর্মসূচিকে ঘিরে সারা দেশ থেকে আসা মানুষের ঢল নামে শহীদ মিনার এলাকায়। এ কর্মসূচির নাম ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা)। গতকাল মঙ্গলবার বিকেলে এ কর্মসূচি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা মোটাদাগে চারটি দাবি সামনে এনেছেন। এর প্রথমটি হচ্ছে, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির যে উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিয়েছে, তা ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।
আজকের পত্রিকা
বছরের প্রথম দিন শিশুরা পাচ্ছে না বেশির ভাগ পাঠ্যবই
শিক্ষাবর্ষের প্রথম দিনে এবার আর ‘বই উৎসব’ করে শিক্ষার্থীদের নতুন পাঠ্যবই দেওয়া হচ্ছে না। সব শিক্ষার্থী বই পাচ্ছেও না। যারা পাবে, তারাও আজ বছরের প্রথম দিনে সর্বোচ্চ তিনটি বই পেতে পারে। কারণ, ৪০ কোটির বেশি বই দরকার হলেও গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রস্তুত হয়েছে মাত্র সাড়ে ৬ কোটি বই। সব উপজেলায় বই পাঠানোও হয়নি।
অবশ্য সরকারের বিনা মূল্যের পাঠ্যবই ছাপানো ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, অর্থের অপচয় রোধে এবার বই উৎসব হচ্ছে না। প্রথম দিনে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত তিনটি বই এবং জানুয়ারির মধ্যে সব বই তুলে দেওয়ার ব্যাপারে আশাবাদী তাঁরা। বইয়ের চাহিদা পূরণে প্রথম দিনই সব পাঠ্যবইয়ের সফট কপি অনলাইনে প্রকাশ করা হবে।
আজকের পত্রিকা
মোবাইল অ্যাপে লেনদেন বেড়েছে ২৬ শতাংশ
পুঁজিবাজারে মোবাইল অ্যাপে লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে কমেছে অ্যাপ ব্যবহার করে লেনদেনকারীর সংখ্যা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের বছরের তুলনায় ২০২৪ সালে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা বা ২৬ শতাংশের বেশি। অন্যদিকে মোবাইল অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা কমেছে প্রায় ৭ শতাংশ। ডিএসইর বার্ষিক বাজার পর্যালোচনা প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ২০২৪ সালে ডিএসইতে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন হয়েছে ২১ হাজার ২৯৯ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ডের ইউনিট; যা মোট লেনদেনের ১৪ দশমিক ৩৩ শতাংশ। আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন হয়েছিল ১৬ হাজার ৮৪৮ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার, যা সেই বছরের মোট লেনদেনের ১১ দশমিক ৯৪ শতাংশ ছিল। সেই হিসাবে বছরের ব্যবধানে ডিএসইতে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনের পরিমাণ বেড়েছে ৪ হাজার ৪৫১ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা বা ২৬ দশমিক ৪২ শতাংশ।
কালের কণ্ঠ
অর্থপাচার, দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটে বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তোলার চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করছে নতুন বছর। রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, শিল্পে শ্রম অসন্তোষ, বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক ধারা, বিপুল খেলাপি ঋণ, উচ্চ মূল্যস্ফীতি, ডলারের বাজারে অস্থিরতার মতো পুরনো সংকটগুলো নতুন বছরেও অর্থনীতিকে ভোগাবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। তাঁরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা আর সরকারের নীতিগত পদক্ষেপের ওপর নির্ভর করবে অর্থনীতি পুনরুদ্ধার।
আরও পড়ুন
বণিক বার্তা
আস্থা ও গণতান্ত্রিক পরিবেশ চান ব্যবসায়ী ও উদ্যোক্তারা
দেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী রূপান্তরকাল চলমান। এখন পর্যন্ত কমেনি মূল্যস্ফীতি। নিরবচ্ছিন্ন হয়নি উৎপাদন ব্যবস্থাও। ঋণের সুদহার বেড়েছে। কমেছে বেসরকারি খাতের ঋণপ্রবাহ, অক্টোবরেও যা ছিল গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। বিদেশী বিনিয়োগও কমেছে ৮ শতাংশের বেশি। এদিকে সংস্কার কার্যক্রম চলমান। ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলছেন, দেশে অনাস্থার পরিবেশ বিরাজমান। এ পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব অবাধ, স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনীতিকে স্বাভাবিক ধারায় নিয়ে এসে আস্থার পরিবেশ সৃষ্টি করা জরুরি হয়ে পড়েছে। আজ শুরু হওয়া নতুন বছরে এ রকমই তাদের প্রত্যাশা।
কালের কণ্ঠ
গণপিটুনিতে নিহতের সংখ্যা আগের বছরের চেয়ে দ্বিগুণের বেশি
২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের সময় ‘মব জাস্টিস’ (উচ্ছৃঙ্খল জনতার হাতে হওয়া বিচার)
-এর নামে মানুষকে পিটিয়ে হত্যার ঘটনাগুলো ছিল উদ্বেগজনক। এ বছর গণপিটুনিতে নিহত ব্যক্তির সংখ্যা গত বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি।
গতকাল মঙ্গলবার বছরের শেষ দিনে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন করেছে সংগঠনটি।
যুগান্তর
কান্না আর্তনাদে ভারী হয়ে ওঠে ঢামেকের পরিবেশ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কান্না-আর্তনাদে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভেতর-বাহির একাকার। প্রতিমুহূর্তেই গুলিবিদ্ধ রক্তাক্ত ছিন্নভিন্ন শরীর-লাশ আসছে। হাসপাতালের বারান্দা, জরুরি বিভাগ, আশপাশের সব কক্ষে ছটফট করছিল শত শত অসহায় প্রাণ। তাদের বাঁচাতে আসা ছাত্র-জনতার ভিড়ও ছিল অনেক। চিকিৎসক-নার্সদের প্রতি সর্বোচ্চ অনুরোধ-প্রাণ বাঁচানোর আকুতি-মিনতি চলছেই। ওই সময় হতাহতদের রক্তে ভাসছে চারপাশ। প্রাণ বাঁচাতে সমন্বয়ক থেকে সাধারণ ছাত্র-জনতা, রক্ত দিচ্ছিলেন স্বেচ্ছায়। তখনও মর্গের ভেতর-বাইরে লাশের এক বীভৎস দৃশ্য। যত সময়-দিন যাচ্ছিল, হাসপাতালে হতাহতদের সংখ্যা বাড়ছিল। তখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি চলছিল। সময়টা তখন আগস্টের শুরু।
কালের কণ্ঠ
২০২৪ সালে রাজনৈতিক সহিংসতায় নিহত ১,১৮০
দেশে ২০২৪ সালে রাজনৈতিক সহিংসতায় এক হাজার ১৮০ জন নিহত এবং ৩৭ হাজার ৫১ জন আহত হয়েছে। আর গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে যথাক্রমে ১৬ ও ২৫ জন। গতকাল মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সংগঠনটি জানিয়েছে, ১২টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং এইচআরএসএসের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
বণিক বার্তা
জাতীয় মহাসড়কে সবচেয়ে ধীরগতি ঢাকা-গাজীপুরে
দেশের ব্যস্ততম জাতীয় মহাসড়কগুলোর একটি ঢাকা-ময়মনসিংহ। মহাসড়কটির সবচেয়ে ব্যস্ততম অংশ ঢাকা-গাজীপুর। এর কিছু অংশে প্রতিদিন যানবাহন চলে ৪৫ হাজারের বেশি, যা দেশের যেকোনো সড়ক-মহাসড়কের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। যদিও যানবাহনের চাপ এবং চলমান উন্নয়নকাজের কারণে দেশের সবচেয়ে ধীরগতির জাতীয় মহাসড়কে পরিণত হয়েছে এটি। কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা) ও সওজের এক যৌথ গবেষণায় উঠে এসেছে, ঢাকা-গাজীপুর অংশে যানবাহনের গড় গতি ঘণ্টায় কেবল ১৩ কিলোমিটার।
মানবজমিন
বিদায়ী বছরে ডেঙ্গু আক্রান্ত ১০১,২১৪, মৃত্যু ৫৭৫ জন
দেশে বিদায়ী বছরেও ডেঙ্গু জ্বর মানুষকে আতঙ্কে রেখেছিল। বছরের শুরু থেকে একেবারে শেষ দিন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে বিদায়ী বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৫ জনে। ডেঙ্গুতে একদিনে আরও ৮৪ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক তথ্যে এটা জানানো হয়।
কালের কণ্ঠ
ডিএমপিতে ১১ মাসে ১,৬৪৭ চুরি-ছিনতাইয়ের মামলা
সব মিলিয়ে গত ৫ আগস্ট থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সাড়ে চার মাসে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অনন্ত সাতজন নিহত হয়েছেন। এসব কারণে রাতে ও খুব ভোরে রাজধানীর রাস্তাঘাটে চলাচলে অনেকে ভয় পাচ্ছেন। এ সময়ই সাধারণত ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে।
ছিনতাইয়ের ঘটনায় গত দুই মাসে ডিএমপির বিভিন্ন থানায় (নভেম্বর-ডিসেম্বর) ৪৭টি মামলা হয়েছে। গত ২৮ ডিসেম্বর এক সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘সারা দেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে কোনো ম্যাজিক সলিউশন নেই।
এছাড়া অনেক প্রত্যাশার পঁচিশ; ‘ঘোষণাপত্র’ দিতে সরকারকে ডেডলাইন ১৫ জানুয়ারি; ছাত্রদের ‘মতিগতি’ নিয়ে সন্দিহান বিএনপি; আন্দোলনকারী কর্মকর্তাদের কঠোর বার্তা সরকারের; প্রতিবেদন দিতে সময় বাড়াল সংস্কার কমিশনগুলো—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।