চীন থেকে টিকা ঠিক সময়ে আসবে
চীন থেকে যথাসময়ে করোনাভাইরাসের টিকা দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (২৩ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি পদক’ প্রাপ্তির ৪৮তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে। চীন ছয় লাখ টিকা উপহার দেবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ যে টিকা কিনবে, তা সময়মতো সরবরাহ করবে বলে জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘টিকা সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না’; তা নিশ্চিত করবে দেশটি।
গত শুক্রবার (২১ মে) পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনালাপ হয়। সে সময় উপহার হিসেবে বাংলাদেশকে আরও ছয় লাখ ডোজ করোনার টিকা দেওয়ার কথা জানায় চীন। এর আগে গত ১২ মে বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন।
যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কবে পাবে বাংলাদেশ-এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘তারা এখনও কিছু বলেনি। তারা আগেই জানিয়েছে, তাদের ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া টিকা রফতানি করতে পারবে না।
এনআই/আরএইচ