২০২৪ জাতির মুক্তিকামী চরিত্রের আরেকটি মাইলফলক : চরমোনাই পীর
স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ২০২৪ সালে মাত্র দেড় মাসের আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যে কারণে ২০২৪ সাল জাতির আজন্ম মুক্তিকামী চরিত্রের আরেকটি মাইলফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ২০২৪ সাল বাংলাদেশের ইতিহাসে অক্ষয় ও অমর হয়ে থাকবে। এই জাতির আজন্ম মুক্তিকামী চরিত্রের আরেকটি মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ২০২৪ সাল উজ্জ্বল আলোকবর্তিকা হলেও বিশ্বের পরিপ্রেক্ষিতে তা কলঙ্কময় সময় হিসেবে বিবেচিত হবে। শতকোটি মানুষের চোখের সামনে ঘটিত এই নারকীয় গণহত্যার জন্য ২০২৪ সাল ইতিহাসে বারংবার আলোচিত হবে। যদিও সিরিয়ার মানুষের মুক্তি একটি ইতিবাচক দিক হয়ে থাকবে। সবমিলিয়ে ২০২৪ একটি স্মরণীয় বছর হয়েই থাকবে।
পীর সাহেব চরমোনাই বলেন, সময় গণনায় নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। এই বিশেষ মুহূর্তে দেশবাসীর জন্য শুভ ও কল্যাণের প্রার্থনা করছি এবং তাদের জন্য শুভ ইচ্ছা প্রকাশ করছি। দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তার যথার্থ ব্যবহার যেন আমরা করতে পারি তা কামনা করছি। আর কেউ যেন তা নষ্ট করতে না পারে সেজন্য জনতাকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, নতুন বছরের শুরুতে আনন্দ উদযাপনের নামে পশ্চিমা অপসংস্কৃতির কিছু চর্চা দেখা যায়। এটা থেকে বিরত থাকার আহ্বান করছি। কারণ, আমাদের নিজেদের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে।
জেইউ/এমজে