লড়াই শুরু হয়েছে, এ লড়াই চলবে : নাসিরুদ্দিন পাটোয়ারী
ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের ফাঁসি এবং দেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, দেশ থেকে হাসিনার দোসরদের উৎখাতে লড়াই শুরু হয়েছে, এ লড়াই চলবে যতোদিন আমাদের দাবি মেনে নেওয়া না হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। সেইসঙ্গে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়ায় যেতে হবে। খুনি হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের বাঘের বাচ্চারা ঘরে ফিরবে না।
তিনি বলেন, আমরা বেশকিছু ব্যক্তি ও দলকে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনে কাজ করতে দেখছি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দোসরদের পুনর্বাসন হতে দেওয়া হবে না। আমাদের লড়াই শুরু হয়েছে, এ লড়াই চলবে।
আরও পড়ুন
শক্তিশালী পররাষ্ট্রনীতি গঠনের দাবি জানিয়ে নাগরিক কমিটির এই নেতা বলেন, আমরা নতুন এক বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে পৃথিবীর কোনো রাষ্ট্রের চোখ রাঙানো চলবে না। আমরা এই সরকারে নেতৃত্বে শক্তিশালী পররাষ্ট্রনীতি গঠন করতে চাই।
নাসিরুদ্দিন আরও বলেন, ৯০, ৭১ যারা শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন তাদের মতো করে ২৪ এ যারা আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন তাদের চেতনা আগামীতে লেখা থাকতে হবে।
তিনি বলেন, আমাদের সহযোদ্ধাদের ওপর গোপালগঞ্জে হামলা হয়েছে। তারা সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন। এর পেছনে কারা? অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে। ফ্যাসিবাদের বিচার না হলে ২৪ এর আন্দোলনকারীরা আইন নিজের হাতে তুলে নেবে।
টিআই/এমএ