কোন কমিশন কবে প্রতিবেদন দেবে?
রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত কমিশনগুলোর প্রতিবেদন চলতি ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ কমিশন নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিল করতে পারবেন না বলে জানিয়েছে। ফলে নির্ধারিত সময়ের বাইরে আরও কিছুদিন সময় চেয়েছে কমিশন প্রধানরা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, ৩ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে বদিউল আলম মজুমদারের নেত্বত্বে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। ৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে থাকা দুর্নীতি দমন সংস্কার কমিশন। প্রতিবেদন দিতে জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত সময় চেয়েছে পুলিশ সংস্কার কমিশন। এছাড়া ৭ জানুয়ারি প্রতিবেদন দেবে সংবিধান সংস্কার কমিশন।
আরও পড়ুন
গত ৫ অক্টোবর প্রথমে রাষ্ট্র সংস্কারে পাঁচটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর তা গেজেট আকারে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুয়িদ চৌধুরীকে প্রধান করে জনপ্রশাসন সংস্কার কমিশন, বিচারপতি শাহ আবু নাইমকে প্রধান করে বিচার বিভাগ সংস্কার কমিশন, সাবেক সচিব সফর রাজ হোসেনকে প্রধান করে পুলিশ সংস্কার কমিশন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানকে প্রধান করে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন গঠন করা হয়েছে।
এরপর ১৮ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আরও ৫টি কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেগুলো হলো— গণমাধ্যম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন।
এরমধ্যে সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর তোফায়েল আহমেদকে প্রধান করে স্থানীয় সরকার সংস্কার কমিশন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর একে আজাদ খানকে প্রধান করে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন করা হয়েছে।
অপরদিকে, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে শ্রম সংস্কার কমিশন এবং নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হককে প্রধান করে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে।
এমএম/এসএম