এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মাহবুবের বাসায় অভিযান
ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় যৌথ অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকায় এ অভিযান শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, রাত পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে র্যাবের একাধিক টিমকে সুগন্ধা ১ নম্বর রুটের বাসাটি ঘিরে রাখতে দেখা যায়। এলাকায় র্যাবের একাধিক গাড়ি আশপাশের সড়কে রয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম র্যাব আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি। ঘটনাস্থলে থাকা র্যাবের কর্মকর্তারা অভিযান শেষে ব্রিফিং করতে পারে বলে ধারণা করছেন। একই বিষয়ে পাঁচলাইশ থানা পুলিশও মন্তব্য করতে রাজি হয়নি।
বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রা থাকার গোয়েন্দা তথ্য পেয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে র্যাবের কয়েকজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এমআর/এএমকে