সচিবালয় স্টেশনের নাম পরিবর্তনের দাবি
জাতীয় প্রেসক্লাবের ২৫তম দ্বিবার্ষিক সাধারণ সভায় মেট্রোরেলের সচিবালয় স্টেশনের নাম পরিবর্তন করে অবিলম্বে প্রেসক্লাব স্টেশন করার দাবি জানানো হয়েছে।
প্রেসক্লাবের সদস্যরা জানান, ‘মেট্রোরেল নির্মাণকালে জাতীয় প্রেসক্লাব অবকাঠামো এবং ক্লাবের স্বাভাবিক কার্যক্রমের ব্যাপক বিঘ্ন ও ক্ষতি হয়েছে। এরপরও স্টেশনের নাম প্রেসক্লাবের নামে না হওয়ায় সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।’
সোমবার (৩০ ডিসেম্বর) প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাধারণ সভার সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া।
আরও পড়ুন
সভার শুরুতে কোরআন তেলওয়াত এবং গত এক বছরে যে সব সদস্য মারা গেছেন এবং জুলাই-আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
দ্বিবার্ষিক সাধারণ সভায় রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া। এক বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ বখতিয়ার রানা। এরপর সভাপতি হাসান হাফিজ সভায় উপস্থিত সদস্যদের রিপোর্ট পেশের আলোকে বক্তব্য প্রদানের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন- প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, কাদের গনি চৌধুরী, আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী এবং এ কে এম মহসীন।
সাধারণ সম্পাদক ও কেষাধ্যক্ষের রিপোর্টের ওপর মোট ১৫জন সদস্য আলোচনায় অংশ নেন। তারা হলেন- মীর লুৎফুল কবীর সাদী, সরদার ফরিদ আহমদ, মুহাম্মদ খায়রুল বাশার, নুরুদ্দিন আহমেদ, বাছির জামাল, শাহীন হাসনাত (আবুল হাসনাত মোহাম্মদ ওবায়দুল্লাহ), শহীদুল ইসলাম, রাশেদুল হক, আলী মামুদ, সৈয়দ তোশারফ আলী, মোহাম্মদ কামরুজ্জামান, এমডি আবুল কালাম, রোজী ফেরদৌস, খুরশীদ আলম ও মোহাম্মদ শহিদুল ইসলাম।
আলোচনায় সদস্যরা দ্রুত নতুন সদস্য পদ প্রদান, রান্নাঘরের পরিবেশ উন্নয়ন, সদস্য কল্যাণ তহবিলের এককালীন টাকা ৫ লাখে উন্নীত করা, ডামি নির্বাচনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, গেস্ট রুমে সদস্যদের উপস্থিতি ছাড়া বহিরাগতদের সার্ভিস না দেওয়া, প্রেসক্লাবে ১টি পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণ, অতিরিক্ত সাধারণ সভায় (ইজিএম) যে সব সিদ্ধান্ত হয়েছে তার বাস্তবায়ন, হেলথ কর্নার স্থাপন, অসাংবাদিক সদস্যদের সদস্যপদ বাতিল এবং পেশাজীবী ও সিনিয়র সাংবাদিকদের সদস্য পদ প্রদান, বহিরাগতদের প্রেসক্লাবে প্রবেশ নিয়ন্ত্রণ এবং সিকিউরিটি জোরদার করা, মিলনায়তন সংস্কার করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নামকরণ করার দাবি জানান তারা।
সদস্যদের পেশ করা প্রস্তাবসমূহ গুরুত্ব সহকারে বিবেচনা ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি হাসান হাফিজ।
এমএইচডি/এমএন