‘সমস্যা সমাধানে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম বলেছেন, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ছিনতাইসহ সমাজের সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসতে হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে হাতিঝিলের মধুবাগের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও হাতিরঝিল থানা এলাকার সম্মানিত নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) বলেন, পুলিশের মূল কাজ হলো থানায়। একজন সেবা প্রার্থী থানা থেকে তার কাঙ্ক্ষিত সেবা পেয়ে ফিরে এসে যদি বলেন আমি কাজটা সুন্দরভাবে করতে পেরেছি তাহলেই পুলিশের সফলতা। তখন থানা হবে জনবান্ধব।
আরও পড়ুন
তিনি আরও বলেন, পুলিশের বড় যে জিনিসটি প্রয়োজন সেটি হলো আচরণের পরিবর্তন। পুলিশের আচরণ পরিবর্তন হলে জনগণের ভালোবাসা অর্জন করা সহজ হবে। পুলিশের আচরণ পরিবর্তন হয়েছে কি-না এটুকু জানার জন্য আপনাদের কাছে আসা। আপনারা পুলিশকে সেই পুলিশে রূপান্তরিত করবেন না, যে পুলিশ আপনারা চান না।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তথ্য দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন। তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে পারবো।
এমএসি/এমএন