দায়িত্বে থাকা এডিসি বহাল তবিয়তে, বদলি ওমরায় থাকা ডিসি তানভীর
অগ্নিকাণ্ডের ঘটনায় সরিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করে আদেশ জারি করা হয়েছে। অথচ অগ্নিকাণ্ডের আগে থেকেই তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ডিসি তানভীর আহমদে ১৫ দিনের ছুটি নিয়ে স্ত্রী-সন্তানসহ সৌদি আরবে অবস্থান করছেন। গত ২২ ডিসেম্বর ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে ঢাকা ত্যাগ করেন তানভীর। আগামী ৪ জানুয়ারি তার দেশে ফিরে কর্মস্থলে যোগ দেওয়ার কথা।
তার ছুটির সময়ে সচিবালয়ের নিরাপত্তার পুরো দায়িত্ব ছিল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সাঈদের ওপর। অথচ আবু সাঈদ এখনো বহাল তবিয়তে রয়েছেন। এরপরও ছুটিতে থাকা ডিসি তানভীরকে কেন বদলি করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার স্থানে নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ বিল্লাল হোসেনকে।
আরও পড়ুন
রোববার (২৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশ জারির মাধ্যমে তাকে বদলি করা হয়।
ওই আদেশে উপ-পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে পিওএম- দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের সময় আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় সোহানুর জামান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হন। আগুন লাগার পর সচিবালয়ের সামনের রাস্তা পুলিশ বন্ধ না করার কারণে নয়নের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের তিনদিন পর সচিবালয়ে নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা এম তানভীর আহমেদকে সরানো হলো।
আগুনের কারণে ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় অবস্থিত পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যায়। আগুন লাগার কারণ ও উৎস অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগ ২৬ ডিসেম্বর রাতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
জেইউ/এমজে