ঈশ্বরদীর সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার
পাবনা ঈশ্বরদীর আওয়ামী লীগের সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, পাবনা ঈশ্বরদীর আওয়ামী লীগের সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে ফার্মগেট এলাকায় স্থানীয়রা আটক করে রাখেন। পরে আমরা খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে পাবনা ঈশ্বরদী সদর থানায় মামলা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে। তারা এসে আবুল কালামকে নিয়ে যাবে।
আরও পড়ুন
সাবেক মেয়র আবুল কালাম রাজধানীর ৯১ নম্বর পূর্ব রাজাবাজার এলাকায় ভাড়া থাকতেন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় আবুল কালামকে আটক করে লেগুনা স্ট্যান্ডের স্থানীয় যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। তাকে আনন্দ সিনেমা হলের ভেতরে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ আত্মসাতের চেষ্টা করে তারা। পরে বিষয়টি জানতে পেরে তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
এমএসি/এমএ