বাংলা একাডেমিতে চালু করা হয়েছে গবেষণাবৃত্তি
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেছেন, যে ঐতিহাসিক জনচাহিদায় বাংলা একাডেমির উদ্ভব হয়েছিল, প্রায় সাত দশকের ধারাবাহিকতায় একাডেমি সে চাহিদা অনেক ক্ষেত্রে পূরণ করেছে। সাম্প্রতিক সময়ে আমরা একাডেমির গবেষণাগত পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে আকর্ষণীয় গবেষণাবৃত্তি চালু করেছি। এছাড়া একাডেমির সব প্রকাশনা ডিজিটালাইজড করার কাজও দ্রুতগতিতে চলেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আজম বলেন, অনেক ক্ষেত্রেই রাজনৈতিক হস্তক্ষেপ এবং কর্তৃত্বের কারণে সাময়িকভাবে হয়তো একাডেমির প্রত্যাশিত পথচলা বিপন্ন হয়েছে। তবে বর্তমানে একাডেমির প্রকাশনার ক্ষেত্রেও সংখ্যাগত বৃদ্ধির চেয়ে গুণগত মান নিশ্চিতের দিকে খেয়াল রাখা হচ্ছে।
আরও পড়ুন
সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, গত প্রায় সাত দশক ধরে বাংলা একাডেমি বাংলা ভাষা, সাহিত্য ও দেশজ সংস্কৃতির বিকাশে তার সাধ্যানুযায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একাডেমি তার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ফেলো, জীবন সদস্য এবং সাধারণ সদস্যদের সমন্বয়ে একটি বিশাল পরিবারের মতো।
নানা বিষয়ে নানা সময়ে একাডেমি প্রতিকূলতার মোকাবিলা করেছে আবার তাকে অস্তিত্বের প্রয়োজনে হয়তো নীতির প্রশ্নে নমনীয়তাও দেখাতে হয়েছে। আমরা আশা করি একাডেমিকে ঘিরে দেশবাসীর যে বিপুল প্রত্যাশা, সবার সহযোগিতায় আমরা তা পূরণে সক্ষম হবো।
অন্যদিকে, গত সাধারণ সভার পর থেকে এক বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রয়াত গুণী ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এবারের সাধারণ সভায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বাংলা একাডেমির মহাপরিচালক ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং একাডেমির সচিব মোহা. নায়েব আলী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অবহিত করেন।
এসময় দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২৪ এবং বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার— সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪, আবু রুশদ সাহিত্য পুরস্কার ২০২৪ এবং রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪ দেওয়া হয়।
একাডেমির সাধারণ পরিষদের বার্ষিক সভার কার্যক্রম পরিচালনা করেন উপ-পরিচালক সায়েরা হাবীব, কাজী রুমানা আহমেদ সোমা, ড. সাহেদ মন্তাজ, রোকসানা পারভীন স্মৃতি এবং সহ-পরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।
আরএইচটি/এমএসএ