ডেমরায় লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর ডেমরার সুলতানা কামাল ব্রিজের ঢালে লেগুনার ধাক্কায় আরিফ হোসেন (৩৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা আক্তার। তিনি জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, এই ঘটনায় লেগুনাচালক পালিয়ে গেলেও লেগুনাটি পুলিশ হেফাজতে রয়েছে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার চানপুর গ্রামে। বর্তমানে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এইচ ব্লকের ৫৬/এ বাসায় থাকতেন। তার বাবার নাম মো. হাবিব হোসেন।
এসএএ/জেডএস