গাড়ি ব্যবহার নীতিমালার আওতায় আনছে ঢাকা ওয়াসা
গাড়ি ব্যবহার নীতিমালার আওতায় আনতে যাচ্ছে ঢাকা ওয়াসা। সে লক্ষ্যে নীতিমালা প্রণয়ের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে তিন সদস্যের কমিটিও গঠন করেছে ঢাকা ওয়াসা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এ কমিটিকে অনুমোদন দিয়েছেন।
আরও পড়ুন
সচিব মশিউর রহমান খান জানান, গঠিত কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে গাড়ি ব্যবহারের একটি নীতিমালা প্রণয়ন করে লিখিত আকারে ব্যবস্থাপনা পরিচালকের কাছে দাখিল করতে হবে।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার সচিবকে এবং সদস্য সচিব করা হয়েছে কমন সার্ভিস বিভাগের উপসচিবকে। এ ছাড়া কমিটির একমাত্র সদস্য করা হয়েছে প্রশাসন বিভাগের উপসচিবকে।
এএসএস/এসএসএইচ