অভ্যুত্থান পরবর্তী সাংস্কৃতিক আন্দোলন কেন জরুরি— সেমিনার শুক্রবার
গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাংস্কৃতিক আন্দোলন কেন জরুরি— শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই সেমিনার অনুষ্ঠিত হবে।
জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর হাসিনা সৃষ্ট ফ্যাসিবাদের সাংস্কৃতিক শেকড় উপরে ফেলে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশি সংস্কৃতির নব-অভ্যুদ্বয়ের আকাঙ্ক্ষায় এবং বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাসের প্রতিবাদে দেশব্যাপী সাংস্কৃতিক আন্দোলনের ব্যাপারে বুদ্ধিবৃত্তিক প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত হবে এই সেমিনার।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- কবি ও উত্তর উপনিবেশী তাত্ত্বিক ফয়েজ আলম, কবি ও ছাত্রনেতা রিদওয়ান নোমানী।
সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন কবি ও গবেষক রাজা আবুল কালাম আজাদ। এ ছাড়াও উপস্থিত থাকবেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক জসীমউদ্দিন আপন, কবি ও প্রাবন্ধিক আহম্মেদ স্বপন মাহমুদ, কবি ও কথাসাহিত্যিক আসমা সুলতানা শাপলা এবং সেমিনারটি পরিচালনা করবেন কবি পলিয়ার ওয়াহিদ।
এমজে