‘সিভিল সার্ভিসকে অকার্যকর করার ষড়যন্ত্র চলছে’
বাংলাদেশ সিভিল সার্ভিসকে ভারসাম্যহীন ও অকার্যকর করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও এক ঘণ্টা কলম বিরতি কর্মসূচি পালনকালে তারা এ মন্তব্য করেন।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর উদ্যোগে সারা দেশের ন্যায় চট্টগ্রামেও এ কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুন
মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডাক্তার আবু সালেহ মো. ফোরকান উদ্দিন, সহকারী পরিচালক ডাক্তার শামিমা হাসনাত ও ডা. এ এস এম সাকিব।
এমআর/এমএ