চাকরিচ্যুত কর্মকর্তাদের অনশন ভাঙালেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান
বিগত দিনে বিভিন্ন কারণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা তাদের চাকরি ফেরত পেতে আমরণ অনশন কর্মসূচির ডাক দেন গত ২৪ ডিসেম্বর। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে সংস্থাটির জাতীয় সদর দপ্তর প্রাঙ্গণে তারা এ কর্মসূচি শুরু করেন।
অনশনের এক পর্যায়ে সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদ, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ডা. শেখ আবু জাফর, অধ্যাপক ডা. মো. আবিদুল হক, নূরুল ইসলাম (সাজু), উপ-মহাসচিব সুলতান আহমেদ ও বিভিন্ন বিভাগে দ্বায়িত্বপ্রাপ্ত পরিচালকদের সঙ্গে নিয়ে অনশনকারীদের সঙ্গে কথা বলেন। পরে চেয়ারম্যান তাদের আগামী ৯ জানুয়ারির মধ্যে বিষয়টি সমাধানে আশ্বস্ত করেন। চেয়ারম্যানের সুরাহার আশ্বাস পেয়ে অনশন ভাঙেন অনশনকারীরা।
এ সময় সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম বলেন, বিগত দিনে যাদের বিভিন্ন কারণে চাকুরিচ্যুত করা হয়েছে, তারা যেন ন্যায় বিচার পান (পর্যালোচনার ভিত্তিতে) সে লক্ষ্যে আমরা কাজ করছি। এরইমধ্যে গত ১৫ বছরে কর্মসংস্থান সম্পর্কিত অব্যবস্থাপনা এবং অনিয়ম তদন্তের জন্য সোসাইটির কর্মকর্তাদের সমন্বয়ে ২টি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি দুটি গত ১৯ ডিসেম্বর তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। উক্ত প্রতিবেদন পর্যালোচনা এবং সামগ্রিকভাবে সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবস্থাপনা পর্ষদের সদস্যদের সমন্বয়ে ২টি উচ্চ পর্যায়ের রিভিউ কমিটি গঠন করা হয়েছে। তারা তাদের কাজ সঠিকভাবে করছেন। আমরা আশা করছি খুব দ্রুতই আমরা সবার মধ্যে সুবিচার নিশ্চিত করতে পারব।
এমএ