উদাসীনতায় নীরবে বেড়েছে ডেঙ্গুতে মৃত্যু
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
সাংবিধানিকভাবে জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। মূলত ইসির নির্দেশনা ও তত্ত্বাবধানে মাঠে রিটার্নিং কর্মকর্তারা সংসদীয় আসনের নির্বাচন অনুষ্ঠানের কাজটি করে থাকেন। রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন পরিচালনায় যুক্ত কর্মকর্তা এবং প্রার্থী বা তাঁদের সমর্থকেরা কোনো ধরনের অপরাধে জড়ালে জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) এবং
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
ইসিকে দায়বদ্ধ করার কথা ভাবছে কমিশন
নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ও সংশ্লিষ্ট বিধিতে নানা ধরনের শাস্তির বিধান আছে। ইসির কাছে তাঁরা দায়বদ্ধ। তবে ইসি নিজেই যদি কোনো অপরাধে সম্পৃক্ত হয়, তাহলে কী হবে, সে সম্পর্কে স্পষ্ট কিছু নেই।
বিদ্যমান সংবিধানে নির্বাচন কমিশনারদের অপসারণ করার বিধান আছে। সংবিধানে বলা আছে, সুপ্রিম কোর্টের বিচারক যে পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন, একই পদ্ধতি ও কারণ ছাড়া কোনো নির্বাচন কমিশনার অপসারিত হবেন না। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাঁদের অপসারণ করার সুযোগ আছে। একসময় এই ক্ষমতা ছিল সংসদের হাতে।
বণিক বার্তা
বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন সামিটের আজিজ খান
সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। দীর্ঘদিন ধরেই স্থায়ী নিবাসী (পার্মানেন্ট রেসিডেন্ট) হিসেবে সিঙ্গাপুরে বসবাস করে আসছেন তিনি। তবে তার নাগরিকত্ব ছিল বাংলাদেশের। সম্প্রতি তিনি সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন। দেশটির আইনে দ্বৈত নাগরিকত্বের কোনো সুযোগ নেই। এজন্য আজিজ খানকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয়েছে।
কালের কণ্ঠ
বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশ থেকে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন কর্মী ও ২০২৩ সালে ১৩ লাখ পাঁচ হাজার ৪৫৩ জন কর্মী বিদেশে পাড়ি জমিয়েছেন। আর চলতি বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত ৯ লাখ ৭১ হাজার ৪৪১ জন কর্মী বিদেশে পাড়ি দিয়েছেন। চলতি বছর ২০২২ সালের তুলনায় ১৪.৪৮ শতাংশ ও ২০২৩ সালের তুলনায় ২৫.৫৯ শতাংশ কর্মী কম গেছেন।
যুগান্তর
বিদেশি ৯ বন্দির মরদেহ বিপাকে কারা কর্তৃপক্ষ
খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদ আলী এবং ইনতাজের লাশ সংরক্ষণে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১৯ লাখ টাকা করে। আরও যেসব বিদেশি নাগরিকের মরদেহ দেশের বিভিন্ন হাসপাতালে সংরক্ষিত আছে তারা হলেন-তারেক বাইন, সতেন্দ্র কুমার, খোকন দাস, বাবুল সিং, অশোক কুমার, কুনালিকা এবং সুরাজ সিং। এদের মধ্যে তারেক বাইনের বাবার নাম মরন বাইন মিয়া। তার বাড়ি ভারতের পশ্চিম বিহার জেলার সোনাগ্রাম এলাকায়। মৃত্যুর আগে তিনি গোপালগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। সংরক্ষণের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মরচ্যুয়ারিতে নেওয়া হয়। তিনি ২০২২ সালের ৩০ অক্টোবর মারা যান। মৃতদেহ হস্তান্তরের জন্য ইতঃপূর্বে তিন দফা পত্র পাঠানো হয়েছে। তারেকের দেহ সংরক্ষণে এ পর্যন্ত ১২ লাখ টাকা ব্যয় হয়েছে।
ইত্তেফাক
সীমান্তে আরাকান আর্মি বাড়ছে নিরাপত্তাঝুঁকি
বাংলাদেশের সীমান্তঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। এ অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুধু অনিশ্চয়তার মধ্যেই পড়েনি বরং নতুন করে রোহিঙ্গা ঢলের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে নিরাপত্তা চ্যালেঞ্জও। মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়ায়।
প্রথম আলো
কৃষিতে দুর্যোগের আঘাত, খাদ্যে মূল্যবৃদ্ধির বছর
বছরের শুরুটা হয়েছিল তীব্র শৈত্যপ্রবাহ দিয়ে। গত জানুয়ারিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। পরে মার্চ থেকে প্রায় সেপ্টেম্বর পর্যন্ত চলে প্রচণ্ড তাপপ্রবাহ। ২৫ এপ্রিল চুয়াডাঙ্গায় ২৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। জুলাই-আগস্টজুড়ে ছিল সিলেট-ফেনীতে রেকর্ড বন্যা। এ ছাড়া মে মাসে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। আগস্টে ছিল ঘূর্ণিঝড় আসনার প্রভাব।
গত পাঁচ যুগে দেশে এক বছরে একসঙ্গে এতগুলো দুর্যোগ আঘাত হানার রেকর্ড নেই। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যমতে, ২০২৪ সালে বিশ্ব ঝুঁকি প্রতিবেদনে দুর্যোগকবলিত দেশের তালিকায় নবম বাংলাদেশ। আর এতসব দুর্যোগ ও বৈরী আবহাওয়ার বিপদের বড় শিকার দেশের কৃষি খাত। এ পরিস্থিতির মধ্যেও আমদানি ছাড়াই এ বছর দেশে চালের চাহিদা প্রায় শতভাগ মেটানো গেছে। ধানের হেক্টরপ্রতি উৎপাদন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। যদিও দেশে খাদ্যের দাম বেড়েছে। খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে সাড়ে ১৩ বছরের রেকর্ড গড়েছে।
আরও পড়ুন
আজকের পত্রিকা
উদাসীনতায় নীরবে বেড়েছে ডেঙ্গুতে মৃত্যু
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সাড়ে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এই রোগে মৃত্যুর এ সংখ্যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া চলতি বছর আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। এই হিসাব শুধু হাসপাতালভিত্তিক। এর বাইরে কত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ও মারা গেছেন, তার পরিসংখ্যান নেই। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের উদাসীনতা বরাবরের মতো এখনো রয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে গত মঙ্গলবার পর্যন্ত সারা দেশের হাসপাতালগুলোয় ১ লাখ ৪৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৬৫ জনের। এ বছর ডেঙ্গুতে মৃত্যুর হার শূন্য দশমিক ৫৬ জন।
বণিক বার্তা
পরোয়ানা ছাড়াই পুলিশের তল্লাশি, জব্দ ও গ্রেফতারের ক্ষমতা বহাল
বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়ার পর এবার সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪-এর খসড়ার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলী। অনুমোদিত খসড়ায়ও সাইবার নিরাপত্তা আইনের মতো পুলিশের কোনো ধরনের পরোয়ানা ছাড়াই তল্লাশি, জব্দ ও গ্রেফতারের পূর্ণ ক্ষমতা বহাল রাখার কথা বলা হয়েছে। এতে আপত্তি তুলে বিশেষজ্ঞরা বলেছেন, এর মাধ্যমেও পুলিশি হয়রানির সুযোগ থেকে যাচ্ছে। যদিও পুলিশের বক্তব্য হলো অধ্যাদেশের বিধান অনুসরণ করেই তদন্ত, তল্লাশি, জব্দ ও গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হবে।
যুগান্তর
ফিনিক্স পাখির মতো জেগেছে বিএনপি
বছরের শুরুতে সংকটে থাকলেও পট পরিবর্তনের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। দীর্ঘ ১৭ বছর হামলা-মামলা, নির্যাতন-নিপীড়নের সবচেয়ে বেশি শিকার হয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলকে ভাঙা, দুই শীর্ষ নেতা খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজাসহ নানা ষড়যন্ত্রও মোকাবিলা করেছে বিএনপি। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সেই চিত্র পালটে যায়। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ফের ঘুরে দাঁড়ায়। ‘ফিনিক্স পাখি’র মতো জেগে ওঠে দলটি। বিভিন্ন কর্মসূচিতে লাখো নেতাকর্মী সমাবেত করে শক্তি জানান দেয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব, দূরদর্শী সিদ্ধান্ত, ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতির ফলে এখন দেশের ভেতর ও বাইরে সব মহলে দলটির গুরুত্বও বাড়ছে।
প্রথম আলো
বঙ্গবন্ধু কর্নার: এক প্রকল্পেই ব্যয় সোয়া ২২ কোটি টাকা
বাংলা একাডেমির ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ ছিল ড. এনামুল হক ভবনের দ্বিতীয় তলায় পাঠাগারের সামনে। জাতীয় জাদুঘরে এই কর্নার ছিল তৃতীয় তলায় অবস্থিত সংগ্রহশালায়। দেশের সব সরকারি প্রতিষ্ঠানের মতো সংস্কৃতি মন্ত্রণালয়ের ১৮টি প্রতিষ্ঠান ও দেশের বিভিন্ন জেলায় অবস্থিত এই প্রতিষ্ঠানের শাখাগুলোতে তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার।
আজকের পত্রিকা
নির্বাচন ব্যবস্থা সংস্কারে অনিশ্চিত প্রবাসীদের ভোট
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে বিভিন্ন মহল পোস্টাল ব্যালট ব্যবস্থা কার্যকর করার দাবি জানালেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে তা অনিশ্চিত। কারণ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেরই কয়েকজন সদস্য এতে আস্থা পাচ্ছেন না। ফলে শুরুতে পোস্টাল ব্যালট কার্যকরে কমিশনের আগ্রহ থাকলেও এখন ভাটা পড়েছে।
সংস্কার কমিশনের পোস্টাল ব্যালট কার্যকর নিয়ে সংশয়ে থাকা সদস্যদের আশঙ্কা, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মতো পোস্টাল ব্যালট ব্যবস্থাও নির্বাচনকে বিতর্কিত করতে পারে। পোস্টাল ব্যালট কার্যকর না হলে বিভিন্ন দেশে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী ভোটারের পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা, কারাবন্দী এবং জীবিকার কারণে নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থান করা ভোটাররা আগামী নির্বাচনেও ভোট দিতে পারবেন না। সংস্কার কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
বণিক বার্তা
সমুদ্রগামী জাহাজ শিল্পে ২৭.৫% আয়কর ও সাড়ে ৭ শতাংশ মূসক পরিশোধ করতে হবে
সমুদ্রগামী জাহাজ পরিবহন শিল্পে ২০৩০ সাল পর্যন্ত আয়কর ছাড়ের সুবিধা ঘোষণা করেছিল সরকার। সম্প্রতি এক এসআরও জারির মাধ্যমে এ সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে শিল্পটিতে আয়কর দাঁড়িয়েছে সাড়ে ২৭ শতাংশে। এর আগে ১৫ ডিসেম্বর জারি করা আরেক আদেশে শিল্পটিতে সাড়ে ৭ শতাংশ মূসক আরোপের ঘোষণা দেয়া হয়।
প্রথম আলো
লোকসানের মুখে বিমানের ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ হওয়ার শঙ্কা, দুশ্চিন্তায় প্রবাসীরা
বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট রুটে সরাসরি ফ্লাইট থাকবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ পথে আগামী ৩১ মার্চের পরের বিমান টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ায় তৈরি হয়েছে এ শঙ্কা। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় থাকা প্রবাসী বাংলাদেশিদের পক্ষে রুটটিতে ফ্লাইট চালু রাখতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তারা বলছেন, ২০১৯ সালের অক্টোবর থেকে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু হয়। এর পর থেকে মাসে গড়ে ১০ থেকে ১২ কোটি টাকা লোকসান হচ্ছে। এ রুট কীভাবে লাভজনক করা যায়, সে বিষয়ে পর্যালোচনা করে দেখছেন তাঁরা।
কালের কণ্ঠ
ওজন কারচুপিতে কৃষকের ক্ষতি ৩৫ হাজার কোটি টাকা
দেশের সবজি উৎপাদনকারী জেলা হিসেবে গত কয়েক দশক সুনাম কুড়িয়েছে যশোর। সবজির অর্থনীতির মাধ্যমে বিকশিত হওয়া জেলাটির কৃষকদের জন্য সবচেয়ে বড় বাজার হলো সদর উপজেলার সাতমাইল বাজার। এখানে প্রতি বৃহস্পতিবার ও রবিবার কৃষকরা তাঁদের পণ্য বিক্রি করতে পারেন। প্রতি হাটবারে সাত থেকে ১০ টন সবজি বেচাকেনা হয় এখানে।
যুগান্তর
প্রশ্নবিদ্ধ ১২ খাতের ব্যয় প্রস্তাব
প্রশ্নের মুখে পড়েছে ছোট্ট একটি প্রকল্পের ১২ খাতের ব্যয় প্রস্তাব। যে প্রকল্প বাস্তবায়নে প্রায় ৩১ কোটি টাকার অনুদান সহায়তা দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। অথচ প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়ার আগেই এর বিভিন্ন খাতে অস্বাভাবিক ব্যয় দেখানোর চিত্র ধরা পড়েছে। পরিকল্পনা কমিশনের প্রথম ধাপের পর্যবেক্ষণে ধরা পড়েছে এমন ব্যয় প্রস্তাব।
প্রথম আলো
নৌপথে দিনে চাঁদাবাজি, রাতে ডাকাতি
মেঘনা থেকে পদ্মা ও শীতলক্ষ্যা হয়ে বুড়িগঙ্গা পর্যন্ত বিস্তৃত নৌপথে পণ্যবাহী নৌযানে ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা কয়েক মাস ধরে বাড়ছে। বিভিন্ন স্থানে নোঙর করা নৌযান থেকে দিনের বেলায় চাঁদাবাজি করছে দুর্বৃত্তরা। রাতের বেলা এসব নৌযানে হানা দিয়ে অস্ত্রের মুখে টাকা, মুঠোফোনসহ দামি জিনিসপত্র নিয়ে যাচ্ছে ডাকাতেরা। কিছু ঘটনায় মামলা হলেও বেশির ভাগ আড়ালে থেকে যাচ্ছে বলে জানিয়েছেন নৌযান শ্রমিকেরা।
এছাড়া খালেদা জিয়ার বিদেশযাত্রা পেছাচ্ছে; টিএডিএও লুট করেছেন আইসিবি কর্মকর্তারা; প্রশাসন ক্যাডারের আলটিমেটাম; স্থগিত হওয়া এসআইদের পাসিং আউট জানুয়ারিতে; ৭৮ বাংলাদেশি নাবিক-জেলে ১৬ দিনেও ফেরেননি—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।