দুদকের সাবেক কমিশনারের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হকের পাসপোর্ট বাতিল ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজজামান সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই চিঠি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি), বাংলাদেশ পুলিশ দপ্তরে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মো. জহুরুল হকের (Md Jahurul Haque) পাসপোর্ট বাতিলপূর্বক তিনি যাতে দেশত্যাগ করতে না পারে সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
২০২১ সালের ১০ মার্চ কমিশনার হিসাবে মো. জহুরুল হক দুর্নীতি দমন কমিশনে (দুদক) যোগদান করেন। গত ৩০ অক্টোবর তিনি পদত্যাগ করেন। ওইদিন দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কমিশনার আছিয়া খাতুনও পদত্যাগ করেন।
আরএম/জেডএস