সোনারগাঁও হোটেলে বড়দিনের উৎসবে মেতেছে শিশুরা
খ্রিষ্টান ধর্মালম্বীদের উৎসব বড়দিনে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উৎসবে মেতেছে শিশুরা। হোটেলে আয়োজিত ‘ক্রিসমাস কিডস্ কার্নিভ্যাল’-এ শতাধিক শিশুর অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে সোনারগাঁও হোটেল ঘুরে দেখা যায়, সুইমিংপুলের পাশে ওয়েসিসে আয়োজন করা হয়েছে ক্রিসমাস কিডস্ কার্নিভ্যাল। তাবুতে তৈরি করা হয়েছে বিশাল বড় এক ঘর। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে রয়েছে শিশুদের এয়ার জাম্পিং এরিয়া, বাস্কেটবল, দোলনা, বিভিন্ন ধরনের গাড়ি, ঘোড়া, হাতি, ট্রেন, পুতুল নাচ, ভিডিও গেমস ইত্যাদি। এ ছাড়া ঘরের ভেতর সামনের দিকে স্টেজ তৈরি করা হয়েছে। যেখানে শিশুরা প্রাণ খুলে নাচছে ও আনন্দ করছে।
আরও পড়ুন
ঘরের বাইরের অংশে খোলা আকাশের নিচে রয়েছে আমন্ত্রিত অতিথিদের খাবার জায়গা। তার পাশের রয়েছে বানরের খেলা, রাশি সম্পর্কে দিকনির্দেশনা জানা এবং নাগরদোলা।
কার্নিভালের ছোট শিশুকে নিয়ে আসা অভিভাবক মারিয়া গোমেজ ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে ঢাকায় শিশুদের নিরাপদে আনন্দ দেওয়ার তেমন কোনো ব্যবস্থা নাই। সোনারগাঁ হোটেলের এমন আয়োজন খুবই চমৎকার। অন্তত শিশুদের একটি ভালো দিন কাটবে।
সোনারগাঁও হোটেলের পাবলিক রিলেশন ম্যানেজার মোহাম্মদ নাফেউজ্জামান ঢাকা পোস্টকে জানিয়েছেন, ঢাকার ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে প্রতি বছরের মতো এ বছরও বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। পুরো হোটেল জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ এবং আছে জমকালো সাজসজ্জা। হোটেলের লবি এবং ক্যাফে বাজার রেস্তোরাঁতে আছে ক্রিসমাস ট্রি এবং বিশেষ গুডিজ হাউজ। এবং বড়দিনে আসা শিশুদের বিভিন্ন চমকপ্রদ উপহার দিচ্ছে সান্টা ক্লজ।
তিনি আরও জানান, আজ সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ আয়োজন চলবে। এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে সোনারগাঁও হোটেলের সঙ্গে এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে যোগ দিয়েছে 'টগি ফান ওয়ার্ল্ড'। কার্নিভ্যালে আসা প্রাপ্তবয়স্ক এবং শিশু সবার জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি এক হাজার ৫০০ টাকা এবং ব্র্যাক ব্যাংকের কার্ড ব্যবহার করলেই পাওয়া যাবে টিকেট মূল্যের ওপর ১৫ শতাংশ ছাড়।
এ ছাড়াও কিডস কার্নিভ্যালের টিকেটের সঙ্গে থাকছে 'টগি ফান ওয়ার্ল্ড' এ আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত ফ্রি এন্ট্রি এবং ২টি গেমস উপভোগ করার সুযোগ। ‘টগি ফান ওয়ার্ল্ড’ এর অতিথিদের জন্য থাকছে কিডস্ কার্নিভ্যাল টিকেট মূল্যের ওপর ১০ শতাংশ ছাড়।
এমএইচএন/এমএন