প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক যুবদল নেতার
‘ডিবির হাতে আটক শ্রমিক লীগ নেতা, জিম্মায় নিলেন যুবদল নেতা’ শিরোনামে গত ১৮ ডিসেম্বর ঢাকা পোস্টে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী।
মোশাররফ হোসেন দিপ্তীর পক্ষে আইনজীবী আবুল কাশেম সংবাদটিকে মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, ‘উক্ত সংবাদের অংশে আমার মক্কেল নোটিশ দাতাকে জড়িয়ে বলা হয়েছে- ‘‘হামিদুর রহমানকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ছাড়িয়ে নেন। ডিবিকে হামিদুর ছাত্রদলের নেতা বলে পরিচয় দেন দীপ্তি”। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বটে।’
‘প্রকৃত পক্ষে আমার মক্কেল নোটিশ দাতা উক্ত শ্রমিক লীগ নেতা জনৈক হামিদুর রহমান নামের কাহারো সাথে বিগত ২০ বছরও কখনো পরিচয় কিংবা বিন্দুমাত্র কথাও হয়নি। আমার মক্কেল নোটিশ দাতা উক্ত জনৈক শ্রমিক লীগ নেতাকে ছাড়ানোর জন্য কোনো পুলিশ কর্মকর্তা, ডিবি কার্যালয়, থানায় কোনো ধরনের যোগাযোগ কিংবা স্বশরীরেও উপস্থিত হয়নি বা জড়িত নয়। তাছাড়াও আমার মক্কেল নোটিশ দাতা উক্ত জনৈক ব্যক্তিকে নিজ জিম্মায় নেয়ার কথা আপনার প্রকাশিত সংবাদে প্রচারিত ও প্রকাশিত করা হয়। কিন্তু তৎসমর্থনে কোনো প্রমাণ বা জিম্মানামার কথা উক্ত সংবাদে উল্লেখ করেননি। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও আমার মক্কেল নোটিশ দাতার দীর্ঘ রাজনৈতিক জীবনের চরিত্র হননের অপচেষ্টা মাত্র।’
এনএফ