ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবীর গ্রেপ্তার
ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার জালিশ মাহমুদ খান ঢাকা পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে ৫০০ থেকে ৭০০ ছাত্রছাত্রী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের অজ্ঞাত আরও আসামিরা আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালায়। এ সময় কলেজশিক্ষার্থী সাদের মাথায় গুলি লাগে। পরে আহত অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে তার মৃত্যু হয়।
আরও পড়ুন
কোম্পানি কমান্ডার জালিশ মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাব-১ এবং র্যাব-৪ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, র্যাব গোলাম কবীরকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তিনি ধামরাই থানা হেফাজতে রয়েছেন। ধামরাই হর্ডিঞ্জ স্কুলের সামনে আরিফুল ইসলাম সাদ হত্যা মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি তিনি।
উল্লেখ্য, ২১ আগস্ট নিহত আরিফুল ইসলাম সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ৮২ জনের নাম উল্লেখ্য করে ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
লোটন আচার্য্য/এমএন