ছদ্মবেশে বিআরটিএ অফিস ও হাসপাতালে দুদকের অভিযান
সেবা প্রদানে হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগসহ বিভিন্ন অনিয়মে নারায়ণগঞ্জের বিআরটিএ অফিস ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ ডিসেম্বর) পৃথক পৃথক অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। অভিযানের বিষয়টি দুদকের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।
দুদক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বিআরটিএ অফিসে গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদান সংক্রান্ত নানাবিধ অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের নারায়ণগঞ্জ অফিস অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুদক টিম ছদ্মবেশে দুইজন দালাল আটক করে। এসময় তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মুচলেকা নেওয়া ও সতর্ক করা হয়। এ সময় সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিত করা এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানকে পরামর্শ প্রদান করা হয়।
অন্যদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের কুমিল্লা অফিস অভিযান পরিচালনা করে। অভিযানে টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে এবং দালালের উপস্থিতি শনাক্ত করে। পরে টিম বিভিন্ন ওয়ার্ডে ভর্তিরত রোগীদের সঙ্গে কথা বলে নানাবিধ অনিয়মের তথ্য পায়। হাসপাতালের ওয়ার্ডবয়ের মাধ্যমে আর্থিক সুবিধার বিনিময়ে কম্বল, বালিশ, ট্রলি এবং হুইল চেয়ার সরবরাহ হয় বলে টিম জানতে পারে। অধিকন্তু এনফোর্সমেন্ট টিম ওষুধ স্টোর, প্যাথলজি বিভাগ ও খাবার ব্যবস্থাপনাসহ অন্যান্য সংশ্লিষ্ট রেজিস্ট্রার পর্যালোচনা করে অনিয়মের বিষয় প্রত্যক্ষ করে। প্রাপ্ত অনিয়মের বিষয়ে হাসপাতালের পরিচালককে অবহিত করা হয়।
অভিযানে প্রাপ্ত তথ্যের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম দুই অভিযানের বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবে বলে জানিয়েছে দুদক।
আরএম/জেডএস