সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লাখ টাকা জরিমানা
সাভারের হেমায়েতপুরে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) এক অভিযানে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
অভিযানে প্রায় দেড় কিলোমিটার গ্যাস লাইন অপসারণ করা হয়েছে এবং ১টি শিল্প ও ৪০০টি আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে অবৈধ গ্যাস সংযোগের বিপরীতে দৈনিক ৬৭ হাজার ২০০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে, দৈনিক ভিত্তিতে যার আর্থিক মূল্য ৪৪ হাজার ৬৭০ টাকা।
অভিযানকালে প্রায় ১৫০০ মিটার জি আই পাইপ, ১৫টি রেগুলেটর জব্দ করা হয়েছে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে কে এস ফ্যাশন অ্যান্ড ওয়াশিং কারখানাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।
ওএফএ/এমএ