মাদকে সয়লাব দেশ
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
অন্তর্বর্তী সরকারের সাড়ে চার মাসে একের পর এক বিষয় নিয়ে প্রশাসনে বিশৃঙ্খলা লেগেই আছে। পদোন্নতি, পদায়নসহ নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ব্যস্ত থাকতে হচ্ছে জনপ্রশাসনের কর্মকর্তাদের। নিয়মিত (রুটিন) কাজ ছাড়া নীতিনির্ধারণী বড় কোনো সিদ্ধান্ত নিয়ে এগোতে পারছে না প্রশাসন।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে বঞ্চনার শিকার কর্মকর্তাদের পদোন্নতি, পদায়ন, পদমর্যাদা ও আর্থিক সুবিধার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নাগরিক সেবা সহজ করা, সরকারি কর্মকর্তাদের কাজের গতি বাড়ানো ও দুর্নীতি কমানোর ক্ষেত্রে তেমন নজর দেওয়া হয়নি।
জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি সুপারিশকে কেন্দ্র করে গতকাল রোববার প্রশাসনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে ৫০ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ৫০ শতাংশ কর্মকর্তা নিয়োগের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বর্তমানে প্রশাসন থেকে ৭৫ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তা নিয়োগের বিধান রয়েছে।
দেশ রূপান্তর
সংশ্লিষ্টরা বলছেন, ক্রেতা বা বিনিয়োগকারীদের এমন অনিশ্চয়তা ছাড়াও রাজনৈতিক অস্থিরতা, উচ্চ নিবন্ধন ফি, ঋণের সুদের হার বৃদ্ধি, নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়া এবং রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) তৈরি ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) নিয়ে নানা জটিলতায় আবাসন খাত খাদের কিনারায় অবস্থান করছে। এমনিতেই গত কয়েক বছর ধরে এ খাতের ব্যবসায় মন্দা চলছে। এর ওপর সরকার পরিবর্তনের প্রভাবে আরও ধাক্কা লেগেছে। এতে জীবন-জীবিকায় টান পড়েছে অন্তত দুই কোটি মানুষের।
সমকাল
‘বদনাম’ ঘোচাতে বিএনপি কঠোর, তবু চলছে অপকর্ম
দল থেকে বহিষ্কার, মামলা করেও বিএনপি নেতাকর্মীর একাংশকে দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের মতো অপকর্ম থেকে ফেরানো যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিএনপি নেতাকর্মীকে ইঙ্গিত করে চাঁদাবাজিসহ নানা অপকর্মের কথা বললেও কাউকে ধরছে না পুলিশ। শাস্তির ক্ষেত্রে বিএনপিতেও দেখা যাচ্ছে দ্বৈতনীতি। তৃণমূলের নেতাদের অভিযোগ পাওয়ামাত্র সাজা দিলেও প্রভাবশালী অনেকের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে দলীয় কোন্দলে নেতারা একে অপরকে অপকর্মের অপবাদ দিচ্ছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের অসংখ্য অভিযোগ আসে। ভাবমূর্তি রক্ষায় কঠোর হয় বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার হুঁশিয়ারিও দেন।
আরও পড়ুন
মানবজমিন
নতুন দল গঠনের তৎপরতা রাজনীতিতে কৌতূহল
জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন একটি রাজনৈতিক দল গঠনের তৎপরতা চলছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র সংগঠন ও বিভিন্ন ফ্রন্টের নেতারা এই নতুন দলের নেতৃত্বে থাকছেন। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যম সারির নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের পরিচিত মুখ এমন ব্যক্তিদের যুক্ত করতে নেপথ্যে যোগাযোগ চলছে। উদ্যোক্তাদের পরিকল্পনা ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই আত্মপ্রকাশ করতে পারে নতুন দল। দলের কাঠামো, গঠনতন্ত্র নিয়ে কাজ চলছে। এসব কাজের অনেকটাই গুছিয়ে আনা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। নতুন দলের প্রতি জনসমর্থন তৈরি এবং সাধারণ মানুষের মাঝে এর গ্রহণযোগ্যতা বাড়াতে উদ্যোক্তারা যোগাযোগের কাজ শুরু করেছেন। তারা বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও প্রবীণ রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করছেন, পরামর্শ নিচ্ছেন। নতুন এই রাজনৈতিক দল গঠনের তৎপরতায় রাজনীতির মাঠেও কৌতূহল দেখা দিয়েছে। দলটিতে কারা যুক্ত হচ্ছেন। এর নাম কী হবে। কি লক্ষ্য নিয়ে এগোবে নতুন দল এমন নানা প্রশ্ন রয়েছে রাজনৈতিক অঙ্গনে। এ ছাড়া নতুন দল গঠনের প্রক্রিয়া নিয়েও আছে নানা জিজ্ঞাসা।
কালের কণ্ঠ
মাদকসেবীদের বেশির ভাগ তরুণ-তরুণী। দেশের ৩০ শতাংশ যুবকের মধ্যে বেশির ভাগই মাদকে জড়িয়ে পড়েছে। এ ছাড়া মাদকাসক্ত হওয়ার কারণে দেশের বহু পরিবারে চলছে অশান্তি। এরই মধ্যে দেশের কয়েকটি জায়গায় মাদকাসক্ত সন্তানের অত্যাচার সাইতে না পেরে বাধ্য হয়ে মা-বাবা তাদের সন্তানকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন।
প্রথম আলো
প্রশ্নপত্র ফাঁসে ৭ চক্র: তালিকায় পিএসসির সাবেক সদস্য, এমনকি পুলিশ কর্মকর্তাও
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত সাতটি চক্র শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২৪ বছর ধরে সক্রিয় এসব চক্র বিসিএস ও নন-ক্যাডারের ৯টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল।
এদিকে প্রশ্নপত্র ফাঁস করেই থেমে থাকেনি চক্রের তৎপরতা। রীতিমতো ঘর ভাড়া করে সেখানে পরীক্ষার্থীদের উত্তরও শেখাতেন চক্রের সদস্যরা।
ইতিমধ্যে চক্রের ২২ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাঁদের মধ্যে সাতজন অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে চক্রের ৩৫ সদস্যের নাম এসেছে। এ তালিকায় আছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য, এমনকি পুলিশ কর্মকর্তাও।
যুগান্তর
ফাঁড়ি এলাকায় ছিনতাই হলেই সাসপেন্ড হবেন ইনচার্জ
রাজধানীর রাত ও ভোর এখন পথচারীদের জন্য আতঙ্কের। ছিনতাইকারী ও ডাকাতদের দৌরাত্ম্য ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। গত ৪ মাসে শুধু ছিনতাই-দস্যুতার মামলা হয়েছে ৬৫টি। কিন্তু প্রকৃত ঘটনা আরও বেশি। অনেকেই মামলার ঝামেলা এড়াতে জিডি (সাধারণ ডায়েরি) করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এমন পরিস্থিতিতেও নিষ্ক্রিয় রয়েছে ডিএমপির পুলিশ ফাঁড়িগুলো। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ পুলিশের শীর্ষ কর্তারাও। এক্ষেত্রে ফাঁড়ি ইনচার্জদের কড়া বার্তাও দেওয়া হয়েছে।
কালবেলা
আস্থা সংকটে আমানত কমলেও বেড়েছে ঋণ বিতরণ
প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর প্রান্তিক শেষে এসব ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৬৬৭ কোটি টাকা। যা জুন প্রান্তিকে ছিল ৪ লাখ ৪৫ হাজার ৩০৯ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ইসলামী ব্যাংকগুলোয় আমানত কমেছে ৮ হাজার ৬৪২ কোটি টাকা বা ১ দশমিক ৯৪ শতাংশ। তবে এ সময়ে গত বছরের একই সময়ের তুলনায় আমানত বেড়েছে ৪ হাজার ৬৭৮ কোটি বা ১ দশমিক শূন্য ৮ শতাংশ।
টিবিএস
বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের
আলোচিত-সমালোচিত অন্যতম শীর্ষ ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন। এস আলমের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার তার সম্পদ জব্দ এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করেছে; এই ক্ষতি আদায়ের জন্য তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন।
আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে পাচার করা বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে, তাকে হুমকিতে ফেলতে পারে চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইফুল আলম এবং তার পরিবারের এই কাজ।
এছাড়া জাতীয় নির্বাচন / বিএনপি ও মিত্রদের টার্গেট ২৫; খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ২৯ ডিসেম্বর; সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ; মির্জা ফখরুল / সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা ভোট দিতে চায়; যানজটে যন্ত্রণা বাড়ছে ‘আন্দোলনের শহরে’; হাসিনা ও জয়ের বিরুদ্ধে আরও ৩০ কোটি ডলার পাচারের অভিযোগ; সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান; রাজনীতি / দ্রুত নির্বাচন চায় জামায়াতও—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।