বারিধারা সোসাইটির নতুন সভাপতি হলেন সাকিফ আরিফ তাবানী
বারিধারা সোসাইটির নতুন সভাপতি হলেন সাকিফ আরিফ তাবানী। শুক্রবার (২০ ডিসেম্বর) বারিধারা সোসাইটি, বারিধারা ডিপ্লোমেটিক জোনের বাসিন্দাদের সংগঠন তাদের ২৫তম বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেন।
সাকিফ আরিফ তাবানী বারিধারা সোসাইটির একজন প্রতিষ্ঠাতা সদস্য, প্রথম কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করেছেন এবং পূর্বে সেক্রেটারি জেনারেল এবং ২০২৩-২০২৪ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাকিফ আরিফ তাবানী মিরপুর সিরামিকস এবং খাদিম সিরামিকসের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তাবানী সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (CZM)-এর ভাইস চেয়ারম্যানের পদে রয়েছেন।
তারিক মাহমুদ, শারমিন সুলতানা এবং শায়লা বানু নতুন মেয়াদের জন্য সোসাইটির ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। নতুন মেয়াদে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন এটিএম মতিন, যার সহায়তায় জয়েন সেক্রেটারি জেনারেল হিসেবে থাকবেন শাহরিয়ার ইবনে জামান। ট্রেজারার হিসেবে দায়িত্বে অব্যাহত থাকছেন মো. শাহীন ইকবাল।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আমেনা ফিরোজ, সৈয়দ তানভীর হুসাইন, জুরিয়া রানা, মো. নুরুল ইসলাম মোল্লা, সামির আহমেদ, গোলাম আদনান আহমেদ, জেনি ফাহিমা রহমান, মাহফুজা রশিদ, নিলুফার রাব্বানী, হাফসা বারি (ডেইজি), ফাহাদ আলম রাদ্, এবং জীনাত আরা আলম (শাহিনূর)।
বারিধারা সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি একঝাঁক গতিশীল এবং দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত, যারা তাদের পেশাগত বৈচিত্র্য, ব্যাপক অভিজ্ঞতা এবং নিজ নিজ ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন।
প্রেসিডেন্ট সাকিফ আরিফ তাবানীর নেতৃত্বে তারা একসঙ্গে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন, সোসাইটির নিজস্ব বন্ধন সুদৃঢ় করা, এবং বারিধারা সোসাইটিকে শ্রেষ্ঠত্ব এবং উন্নয়নের মডেল হিসেবে সমাজের চোখে তুলে ধরতে কাজ করবেন।
এআইএস