মুন্সিগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ছুটিতে থাকা পুলিশ সদস্য গুলিবিদ্ধ
মুন্সীগঞ্জের গজারিয়া আদারমানিক অটোস্ট্যান্ডে দুর্বৃত্তের গুলিতে রুহুল আমিন (৩৮) নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২০০নং ওয়ার্ডে ভর্তি দেন তাকে।
রুহুল আমিন মুন্সিগঞ্জের গজারিয়া থানার আদার মানিক গ্রামের মো. আবুল হকের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
আরও পড়ুন
আহত পুলিশ সদস্যের স্ত্রী সুমি আক্তার বলেন, আমার স্বামী নিজ বাড়িতে মেডিকেল লিভ ছুটিতে এসেছিল। জানুয়ারির ৫ তারিখে তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। গত রাত সাড়ে ১১টার দিকে বাড়ির সামনেই অটোস্ট্যান্ড থেকে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তার বাম হাতে দুটি এবং ঘাড়ে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক ২০০ নং ওয়ার্ডে ভর্তি দেন।
তিনি বলেন, চিকিৎসক বলেছেন তার অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণের মধ্যেই তার অপারেশন হবে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। আমার একটি মাত্র মেয়ে আছে।
আপনারা আমার স্বামীর জন্য দোয়া করবেন এই বলে কান্না ভেঙে পড়েন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গতরাতে মুন্সিগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই পুলিশ কনস্টেবলকে ঢাকা মেডিকেলে আনা হলে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। আমরা বিষয়টি গজারিয়া থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এমএসএ