পানির ট্যাংকি পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
রাজধানীর কদমতলীতে মুরাদপুর বাজার এলাকায় পানির রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বাদল (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
নিহতের ভাই রানা জানান, আমার ভাই কদমতলী থানার মুরাদপুর প্রকার বাজার রাতুল মিয়ার বাড়ির নিচ তলায় পানির রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করার জন্য নামেন। এরপর ওই ট্যাংকির পানিতেই তিনি ডুবে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আমার ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এমজে