এনআইডি সেবায় দুর্নীতি : দুদকের অভিযানে আটক ২
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগে নির্বাচন কমিশনে (ইসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় দুই জনকে আটক করে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানান দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ।
তিনি বলেন, ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে— এ রকম একটি অভিযোগ পেয়ে চার সদস্যের একটি টিম নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযান চালায়। আমরা বেলা ১১টা থেকে নির্বাচন ভবনের চারপাশে গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম সেবাগ্রহীতা সেজে। পরে দুইজন ছদ্মবেশী সেবা প্রার্থীকে পাশের কম্পিউটার দোকানগুলোতে পাঠানো হয় এনআইডি সংশোধন করতে। এসময় তাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করে। এটা আমাদের অভিযানে সত্যতা পাওয়া যায়। লেনদেনের কিছু অভিযোগ রয়েছে সেগুলো যাচাই করে আমরা প্রতিবেদন দাখিল করবো।
আরও পড়ুন
আসিফ আল মাহমুদ বলেন, ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। কম্পিউটারের দোকান, আনসার, দালাল, পুলিশ সদস্য থেকে শুরু করে কমিশনে কর্মকর্তারাও এতে জড়িত। প্রাথমিকভাবে যারা কাছ করে তাদের আমরা চিহ্নিত করেছি।
তিনি আরও বলেন, কিছু কর্মচারীর নাম আছে, সেগুলো আমরা যাচাই-বাছাই করবো। তারপর প্রতিবেদন দেব। প্রাথমিকভাবে আমরা তিনজনকে আটক করে তাদের মোবাইলে চেক করেছি। দেখা যায় বিভিন্ন জনের নাম এনআইডি নম্বর দিয়ে সেভ করা আছে। এদের একজন ফোন রেখেই পালিয়ে গেছেন। এগুলোর পেছনে কে কাজ করছে সেটা দেখা হচ্ছে। এনআইডি মহাপরিচালক বলেছেন, একটা ক্রাশ প্রোগ্রাম করবেন তিনি।
এসআর/এমএন