নিরাপদ সড়ক নিশ্চিতে এই সরকার কিছুই করেনি : ইলিয়াস কাঞ্চন
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের পাঁচ মাস হয়ে গেছে। এই সময়ে নিরাপদ সড়ক তৈরিতে তারা কিছুই করেনি।
ইলিয়াস কাঞ্চন বলেন, যিনি আমাদের সড়কের দায়িত্বে আছেন তিনি কি করেছেন? আমি জীবনের ৩২ বছর শেষ করেছি। নিরাপদ সড়ক ক্যাম্পেইন করেছি। এতে কি হয়েছে?
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) শিক্ষার্থীদের জন্য ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
ইলিয়াস কাঞ্চন বলেন, ১৯৯৩ সাল থেকে আমি আন্দোলন শুরু করেছি। আমার তরুণ বয়সটা এখানে কেটেছে। সড়কে চার লেন, হাইওয়ে পুলিশ এগুলো কিন্তু আমাকে চাইতে হয়েছে। এখানে বুয়েটের যিনি শিক্ষক (সাইফুন নেওয়াজ) আছেন তাকে জিজ্ঞাসা করেন- এক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট (এআরআই) আমার দাবির প্রেক্ষিতে তৈরি হয়েছে। ২০১০ সালে নিরাপদ সড়ক নিয়ে আইন করার কথা আমি বলেছিলাম, হয়নি। এখন ২০১৮ সালে হয়েছে।
তিনি বলেন, সরকার ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়া নিরাপদ সড়ক আন্দোলন সফল করা সম্ভব না। আমরা দাবি তুলতে পারি কিন্তু সেটা সফল করবে সরকার। এখানে বিরোধী দলের কথা সরকার শোনে না। এজন্য আমাকে ৩২ বছর সংগ্রাম করতে হয়েছে। আমি সবার কাছে গিয়েছি। বলেছি এটা জাতীয় ইস্যু। পৃথিবীর অন্যান্য দেশে এসব ইস্যু নিয়ে সবাই এক হয়। আমাদের দেশে এক হতে পারে না। যখন সরকার আইন পাস করে তখন শ্রমিক নেতাদের সঙ্গে বিরোধীদল সম্পৃক্ত হয়। এই খেলা চলছে।
তিনি আরও বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের কাজ কি? তাদের কাজ সড়ক তৈরি করা। তাদের সড়ক ২৪ হাজার। আর স্থানীয় সরকারের আওতায় পৌনে দুই লাখ সড়ক। তারা কি কিছু দেখছে? তারা বসে আছে। সিটি করপোরেশনের দায়িত্ব শহরের সবকিছু দেখা। এখানে কার কি দায়িত্ব সেটাই জানে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি? তারা কি করছে। কোনো সমন্বয় নেই।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক শিক্ষক কাজী মো. সাইফুন নেওয়াজ বলেন, এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে সড়কে শিক্ষার্থীদের মৃত্যুহার কমানো। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে সড়কে সবচেয়ে বেশি মৃত্যুহার তরুণদের। স্কুল-কলেজগুলোতে অনেকগুলো ক্লাব থাকে। এসব ক্লাবের পাশাপাশি নিরাপদ সড়ক নিয়ে ক্লাব করতে হবে। যারা সড়কের সচেতনতা নিয়ে কাজ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নিসআ'র সভাপতি আব্দুল্লাহ মেহেদি দীপ্তি ও সাধারণ সম্পাদক তানজিদ মোহাম্মদ সোহরাব রেজাসহ আরও অনেকে।
ওএফএ/এমএসএ