কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ
ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাত ঢুকেছে। তারা ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে রেখেছে। খবর পেয়ে ওই শাখার সামনে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও র্যাব সদস্যরা শাখাটি ঘিরে রেখেছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের ওই শাখায় ডাকাত দলের সদস্যরা ঢুকে পড়ে। শেষ খবর পাওয়া অনুযায়ী— ডাকাতরা এখনো ভেতরে অবস্থান করছে। মাইকিং করে তাদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকে ডাকাত ঢোকার খবর তাৎক্ষণিকভাবে এলাকায় জানাজানি হয়ে যায়। পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাত হানা দেওয়ার তথ্য ছড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শাখাটি বাইরে থেকে ঘিরে ফেলেন।
ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংকের ওই শাখায় প্রবেশ করেছে বলে খবর পেয়েছি। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে তথ্য এসেছে। আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।
এমএসি/এমএসএ