স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর
রাজধানীর আফতাব নগরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী মিম আক্তার (২২) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত মিমের মা শাহানা জানান, আমার মেয়ে ও জামাই আফতাব নগরের তিন নম্বর রোডের ৫০ নম্বর বাসায় ভাড়া থাকেন। জামাই একটি কোম্পানিতে চাকরি করেন। গতকাল রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আমার মেয়ের পিঠে ও বাম হাতে আঘাত করে। এতে আমার মেয়ে গুরুতর আহত হয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আমার মেয়েকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন
তিনি আরও বলেন, ঘটনার পর মিমের স্বামী পালিয়ে যান। আমাদের বাড়ি শরীয়তপুর জেলায়। মিমের বাবার নাম সোহরাব হোসেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এআইএস