কারাগারে চিকিৎসক চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কারা মহাপরিদর্শকের চিঠি
কারাগারে বন্দিদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসক পদায়নের অনুরোধ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার বকশি বাজারের কারা অধিদপ্তর থেকে স্বাস্থ্য অধিদপ্তরে এই চিঠি পাঠান তিনি।
চিঠিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে কারাগারে আটক বন্দিদের যতদূর সম্ভব কারা হাসপাতালে ভর্তি রেখেই চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। তবে কারাগারে সংযুক্ত করা চিকিৎসকরা কারা এলাকায় সার্বক্ষণিক অবস্থান না করায় এবং নিয়মিত কারাগারে না আসায় আটক/বন্দি এবং কর্মকর্তা কর্মচারীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এছাড়া স্থানীয় সিভিল সার্জন মনোনীত চিকিৎসকরাও কারা এলাকায় সার্বক্ষণিক অবস্থান করছেন না। আবার তারা (চিকিৎসকরা) নিয়মিত কারাগারে না আসায় আটক বন্দি এবং কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
চিঠিতে আরও বলা হয়েছে, জরুরি প্রয়োজনে কল করলেও হাসপাতাল বা দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় চিকিৎসকরা যথাসময়ে কারাগারে আসতে পারেন না। এমন অবস্থায় বন্দিদের চিকিৎসার ব্যাপারে কারা কর্তৃপক্ষকে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়।
আরও পড়ুন
কারা মহাপরিদর্শক চিঠিতে আরও বলেন, কারাগারে সংযুক্ত চিকিৎসকদের বদলি বা পদায়ন, ছুটি এবং চাকরি শৃঙ্খলাজনিত কার্যক্রম সংশ্লিষ্ট সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন থাকায় এবং কারা অধিদপ্তরের এখতিয়ারাধীন না হওয়ায় কর্মরত চিকিৎসকগণের দায়িত্ব ও কর্তব্য তদারকি এবং শৃঙ্খলাজনিত কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে। তাছাড়া বর্তমানে দেশের কারাগারগুলোতে বিভিন্ন ক্যাটাগরির ১৪১টি অনুমোদিত পদ রয়েছে। তারমধ্যে প্রেষণে মাত্র ১ জন কর্মরত রয়েছেন এবং ১৪০টি পদ শূন্য রয়েছে। তবে বিভিন্ন কারাগারে সংযুক্তিতে ১০৪ জন চিকিৎসক কর্মরত রয়েছেন।
চিঠিতে আদালতের একটি নির্দেশনা উল্লেখ করে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-১৯৩/২০১৯ এর শুনানিতে আদালত কারাগারে চিকিৎসকের শূন্য পদ পূরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এমন অবস্থায় বন্দিদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করার স্বার্থে শূন্য পদে প্রেষণে কারা অধিদপ্তরে চিকিৎসক পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে বিশেষভাবে অনুরোধও করা হয়েছে।
আরএইচটি/এমএ