বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ‘বয়সজনিত বৈষম্য’ নিরসনের দাবি
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে ‘বয়সজনিত বৈষম্য’ নিরসনের দাবি জানিয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ৩৪ ঐক্য পরিষদ। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে অতিরিক্ত দুই বছর বাড়িয়ে বিজ্ঞপ্তি দেওয়ার দাবিও জানানো হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আমতলায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডাক্তার মাহফুজুল হক চৌধুরী নামে এক চিকিৎসক বলেন, গত ২৭ নভেম্বর ৪৭ তম বিসিএস এর বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিগত প্রতিটি বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে আবেদনের ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা অতিরিক্ত ২ বছর ছিল। ৪৭ তম সার্কুলারে বিষয়টির কোনো উল্লেখ নেই। বিসিএস আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা স্নাতক যা পাশ করতে অন্যান্যদের ন্যূনতম ৪ বছর লাগলেও ডাক্তারদের এমবিবিএস/বিডিএস শেষ করতে ইন্টার্ণশিপসহ ন্যূনতম সাড়ে ৬ বছর সময় লাগে। এর ফলে আগের সব বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে আবেদনের বয়সসীমা সাধারণ এর চেয়ে ২ বছর বেশি ছিল।
আরও পড়ুন
তিনি বলেন, গত ১২ ডিসেম্বর বিসিএস (স্বাস্থ্য) বয়সজনিত বৈষম্য নিরসনে সাধারণ এমবিবিএস/বিডিএস চিকিৎসক সমাজের পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে আমাদের ন্যায্য দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করা হয়।
তিনি আরও বলেন, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন আকারে ২ বছর বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এসএএ/এমএসএ