চট্টগ্রামে খাবারের উচ্ছিষ্ট বিক্রির দ্বন্দ্বে যুবককে হত্যা
চট্টগ্রামে খাবারের উচ্ছিষ্ট বিক্রির দ্বন্দ্বে জসিম উদ্দিন (২৫) নামে এক যুবক হত্যার শিকার হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে বন্দর থানার আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ময়লার ডিপো থেকে খাবারের উচ্ছিষ্ট কুড়াতেন জসিম। পরবর্তীতে এগুলো মাছের খামারে বিক্রি করতেন। এটি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়।
আরও পড়ুন
জসিম উদ্দিনের চাচা বশির উদ্দীন বলেন, খাবারের উচ্ছিষ্ট কুড়িয়ে বিক্রি নিয়ে তার ভাতিজার সঙ্গে কয়েকজনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে মঙ্গলবার রাতে তাকে হত্যা করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ধারালো অস্ত্র দিয়ে জসিমকে হত্যা করা হয়েছে। মাছের খামারে খাবারের উচ্ছিষ্ট বিক্রি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জসিম উদ্দিন জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে পুলিশ ও পরিবারের দাবি, খাবারের উচ্ছিষ্ট বিক্রি নিয়ে বিরোধের জেরেই তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
এমআর/এমএসএ