এফওসি সংক্রান্ত সমঝোতা স্মারক সই করতে সম্মত বাংলাদেশ-বতসোয়ানা
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও বতসোয়ানা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশে বতসোয়ানার অনাবাসিক রাষ্ট্রদূত গিলবার্ট শিমেইন ম্যাঙ্গোল। এ সময় তারা এফওসি সংক্রান্ত সমঝোতা স্মারক সই করার বিষয়ে সম্মত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও বতসোয়ানার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা নিজ নিজ দেশে সাম্প্রতিক ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনে তরুণ প্রজন্মের ভূমিকার প্রশংসা করে।
আরও পড়ুন
রাষ্ট্রদূত বতসোয়ানা তৈরি পোশাক, কৃষি, ওষুধ ও উৎপাদন খাতে বাংলাদেশিদের বিনিয়োগের আমন্ত্রণ জানান। পররাষ্ট্র সচিব দুই দেশের ব্যবসায়িক প্রক্রিয়া সহজতর করার জন্য উভয় দেশের চেম্বার অফ কমার্সের মধ্যে চুক্তি এবং সহযোগিতার উপর সমঝোতা স্মারক স্বাক্ষরের উপর জোর দেন।
পররাষ্ট্র সচিব রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বতসোয়ানার সহায়তা চেয়েছেন এবং আগামী বছর রোহিঙ্গাদের বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের বিষয়ে বাংলাদেশের পরিকল্পনার বিষয়ে হাইকমিশনারকে অবহিত করেন।
এনআই/এমএসএ