রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
রাজধানীর মুগদার মান্ডা সওদাগর মসজিদ এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোশারফ হোসেন তালুকদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাত ৮টার দিকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুগদা থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. সাদ্দাম হোসেন জানান, আমরা খবর পেয়ে মধ্যরাতে মুগদা হাসপাতালের জরুরি বিভাগে যাই। পরে সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত মোশারফ দুই চাকার ভ্যানে করে প্লাস্টিকের খেলনা বিক্রি করতেন বলে জানা গেছে।
নিহতের ভাতিজা জাহিদ জানান, আমার চাচা ফেরি করে প্লাস্টিকের খেলনা বিক্রি করতেন। সোমবার রাতে ফুটপাতে প্লাস্টিকের খেলনা বিক্রি করার সময় মান্ডা সওদাগর মসজিদ এলাকায় একটি প্রাইভেটকার ঘুরানোর সময় চাচাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত মোশারফ হোসেনের বাড়ি ঝালকাঠি জেলার নলসিটি থানার তিমিরকাঠি গ্রামে। তিনি ওই এলাকার মৃত মোবারক আলীর ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ মান্ডা কদমআলী ঝিলপাড় এলাকায় মেয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
এসএএ/এমএন