৭১ ও ২৪’র শহীদদের স্মরণে নাগরিক কমিটির কার্যালয়ে দোয়া মাহফিল
১৯৭১ ও ২০২৪ এর শহীদদের স্মরণে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলামটরে রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ পুনর্গঠনে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয় এবং ১৯৭১ ও ২০২৪-এর শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক সারজিস আলম। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মোহাম্মদপুর থানার প্রতিনিধি মাওলানা জোবায়ের আহমেদ।
অন্যদিকে, সন্ধ্যা ৬টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি বিশেষ প্রার্থনার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি।
এতে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, অনিক রায় এবং সংগঠক প্রীতম দাস।
এতে ১৯৭১ ও ২০২৪-এর শহীদদের আত্মার শান্তি কামনায় শ্রীমদ্ভগবত গীতা পাঠ করা হয়। প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান করা হয়। প্রার্থনা করান ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত নিখিল চক্রবর্তী।
এসএইচআর/এমএ