বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল যুবদলকর্মীর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বিজয় দিবসে শহীদ মিনারে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে যাত্রীবাহী বাসচাপায় মো. আলী হোসেন সুমন (৩৭) নামে এক যুবদলকর্মীর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে মিরসরাই নিজামপুর সরকারি কলেজের শহীদ মিনারে যাওয়ার পথে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেপুর এলাকার মো. আখেরুজ্জামানের ছেলে। দুই কন্যা সন্তানের জনক আলী হোসেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।
আরও পড়ুন
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাতে মহান বিজয় দিবসে দলীয় কর্মসূচির অংশ হিসেবে নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ ধরে হেঁটে যাওয়া আলী হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর গাড়ি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে কুমিল্লা হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
আরএমএন/এআইএস