ঢাকা বিভাগীয় আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভার তারিখ পরিবর্তন
ঢাকা বিভাগীয় আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বরের (বুধবার) পরিবর্তে এ সভা এগিয়ে ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন সিনিয়র সহকারী কমিশনার নাশিতা-তুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিভাগীয় আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভা অনিবার্য কারণবশত ১৮ ডিসেম্বরের পরিবর্তে ১৭ ডিসেম্বর বেলা ১১টায় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
সভায় সংশ্লিষ্ট সদস্যদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এমএম/জেডএস