রামপুরায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা
রাজধানীর রামপুরা থানার তালতলা এলাকায় পারিবারিক কলহের জেরে সাইদুল ইসলাম (৩৩) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে ডিস লাইনের কাজ করতেন।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
নিহত সাইদুল ইসলামের বাড়ি ঢাকা জেলার দোহার থানার সুন্দরী পাড়া গ্রামে। তার বাবার নাম মৃত শামসুল হক। বর্তমানে রামপুরা থানার খিলগাঁও তালতলার ২৮৯/বি বাসায় ভাড়া থাকতেন।
নিহতের ছোট বোন সিমা আক্তার জানান, সাত মাস আগে মৌসুমী নামে একজনকে বিয়ে করে ভাই। আমার ভাই একটা ডিস লাইন কোম্পানিতে কাজ করতেন। সকালে খবর পাই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে সে গলায় ফাঁস দিয়েছেন বলে জানতে পেরেছি।
রামপুরা থানার উপ-পরিদর্শক এসআই আহমেদুল আরেফিন বলেন, আমরা খবর পেয়ে সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠাই। প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএএ/এমএ