নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করে ক্ষুধা, দারিদ্র্য, অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলকে নতুন করে শপথ নিতে হবে।
রোববার (১৫ ডিসেম্বর) লক্ষ্মীপুর শহর জামায়াত আয়োজিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, জামায়াতে ইসলামী গণমানুষের রাজনৈতিক সংগঠন। দেশ ও জাতির যেকোনো দুর্যোগ ও ক্রান্তিকালে জামায়াত মানুষের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় আজ আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা করছি। তবে দুর্গত মানুষের কল্যাণে সরকারসহ সমাজের সক্ষম মানুষদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, গণমানুষের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। নাগরিকরা তাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা পাচ্ছেন না। বিগত প্রায় ১৬ বছরের অপশাসন-দুঃশাসনে পুরো রাষ্ট্রকেই ধ্বংস করে দিয়েছে আওয়ামী-বাকশালীরা। কিন্তু ছাত্র-জনতার যুগপৎ বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। তাই অর্জিত বিজয়কে ফলপ্রসূ ও টেকসই করতে বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য প্রত্যয় গ্রহণ করতে হবে।
শহর আমির আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য শামসুল হুদা, জামায়াত নেতা আমির হোসেন, হেলাল উদ্দীন, ফিরোজ আলম, শহীদুল্লাহ সুমন, নূরনবী ফারুক ও জামাল উদ্দীন ফারুকসহ অন্যান্যরা।
আরএইচটি/এমজেইউ