সবার জন্য বিনামূল্যে জাদুঘর-পার্ক উন্মুক্ত রাখবে ডিএসসিসি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা নগর জাদুঘর, পার্ক ও মাঠ জনসাধারণের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখার নির্দেশনা প্রদান করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর (সোমবার) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন নগর ভবনে অবস্থিত ঢাকা নগর জাদুঘর, বলধা গার্ডেন, কলাবাগান শিশুপার্কসহ অন্যান্য পার্ক ও খেলার মাঠ সকাল থেকে সন্ধ্যা বিনা ফি’তে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
অন্যদিকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ডিএনসিসির আওতাধীন শিশুপার্ক সোমবার সকাল-সন্ধ্যা শিশুদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখতে নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও।
এএসএস/এমজেইউ