সাভারে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
সাভারের নবীনগরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. কাউসার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কাউসার রংপুর বদরগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের আশরাফুল মিয়ার ছেলে।
ঘটনার বিষয়ে কাউসারের বাবা আশরাফুল জানান, আমি একজন রিকশাচালক। আমার স্ত্রীও গার্মেন্টসে কাজ করে। আমার দুই ছেলের মধ্যে কাউসার ছিল ছোট। সকালে আমরা স্বামী-স্ত্রী দুজনেই কাজে গিয়েছিলাম। দুপুরের দিকে খবর পাই আমার ছেলে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সাভার থেকে এক শিশুকে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/জেডএস